সময়ের সঙ্গে বদলে যাচ্ছে প্রযুক্তি। জীবনের প্রতিটি মুহূর্তে প্রযুক্তি ব্যবহার করেছেন তরুণ-তরুণীরা। নিত্য জীবনে প্রযুক্তির ভূমিকা বুঝেই এবার 'বয়ফ্রেন্ড হাগ স্পিকার' আনল জাপানের এক প্রতিষ্ঠান।
Advertisement
তরুণীদের জন্য বিশেষ এই ব্লুটুথ স্পিকারের বৈশিষ্ট্য হলো এটি আসলে সুঠাম শরীরের এক যুবক। যে জড়িয়ে থাকবে পিছন থেকে। তার শরীরেরই বসানো রয়েছে দুটি স্পিকার। 'বয়ফ্রেন্ড হাগ' স্পিকারের চাহিদা মূলত তরুণীদের মধ্যেই বেশি হবে বলে মনে করছে জাপানের ওটোম ইউসা নামের এই প্রতিষ্ঠান।
শুধু ঘরের ভিতরে নয়, বাইরেও এই স্পিকার সঙ্গে নিয়ে ঘুরতে তারুণীদের উৎসাহ দিচ্ছে ওটোম ইউসা।
আপাতত প্রচারের ভিত্তিতেই এই স্পিকার উন্মুক্ত করা হয়েছে। প্রয়োজনে এই উৎপাদন বাড়িয়ে সরাসরি বাজারে ছাড়া হবে বলে জানা গেছে।
Advertisement
এএ