আন্তর্জাতিক

ব্যাংককে বোমা হামলা : মালয়েশিয়ায় গ্রেফতার ৩

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ইরাওয়ান মন্দিরে বোমা হামলার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে মালয়েশিয়া পুলিশ। এদের মধ্যে একজন পাকিস্তানি ও দুইজন মালয়েশিয়ার নাগরিক। সোমবার মালয়েশিয়া পুলিশ প্রধান খালিদ আবু বকর এ তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরার।গত ১৭ আগস্ট ব্যাংককের ওই মন্দিরে ভয়াবহ বিস্ফোরণে ১৪ বিদেশি পর্যটকসহ অন্তত ২০ জন নিহত হয়েছে। এ হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি।খালিদ আবু বকর বলেন, মালয়েশিয়ায় কয়েকদিন আগে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজন পাকিস্তানি পুরুষ রয়েছে। এছাড়া মালয়েশিয়ার একজন পুরুষ ও একজন নারী রয়েছে। গ্রেফতারকৃত তিনজনকে এখনো থাইল্যান্ডে আনার কোনো পরিকল্পনা হয়নি। তিনি বলেন, বোমা হামলার ঘটনা তদন্তে থাই পুলিশকে সহায়তা করছে মালয়েশিয়া পুলিশ। হামলার সাথে জড়িতদের খুঁজতে থাই পুলিশ কাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে আবদু সাতায়ের আবদু রেহমান নামে একজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল থাই পুলিশ। তিনি বোমা হামলার একদিন আগে ব্যাংকক থেকে বাংলাদেশে এসেছিলেন। ইরাওয়ান মন্দিরে হামলায় ওই ব্যক্তি জড়িত ছিলেন বলে ধারণা করছে দেশটির পুলিশ।এসআইএস/পিআর

Advertisement