জাতীয়

নকল ড্রাইভিং লাইসেন্স প্রস্তুতকারী চক্রের ৪ জন আটক

রাজধানীর বাড্ডা থেকে নকল ড্রাইভিং লাইসেন্স তৈরি চক্রের ৪ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার রাতে তাদের আটক করা হয়। আটকরা হচ্ছে- মো. সিরাজুল ইসলাম জিন্নাত, মো. সাইদুর রহমান শিমুল, মো. আব্দুর রাজ্জাক ও মো. বজলুর রহমান। আটককালে তাদের কাছ থেকে ১টি এলজি মনিটর, ১টি সিপিইউ, ১টি কার্ড প্রিন্টার, ১৩টি ড্রাইভিং লাইসেন্স কার্ড, ২টি হলোগ্রাম রিবন গোল্ডেন, ৭টি সিলভার কালার ও ২টি কালো কালার প্রিন্টারের কালি উদ্ধার করা হয়। ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম জানান, চক্রটি নকল ড্রাইভিং লাইসেন্সসহ নকল ফিটনেস সার্টিফিকেট ও ইন্সু্রেন্স সার্টিফিকেট তৈরি করে বিক্রি করতো। প্রতিটি নকল ড্রাইভিং লাইসেন্সের জন্য ৭৫০ টাকা, নকল ফিটনেস সার্টিফিকেটের জন্য ৫০০ টাকা ও নকল ইন্সুরেন্স লাইসেন্সের জন্য ৩৫০ টাকা নিতো চক্রটি। আটকদের মধ্যে শিমুল সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য ও বজলুর বাংলাদেশ পুলিশ বাহিনীর চাকরিচ্যুত সদস্য।মনিরুল ইসলাম বলেন, আটকরা বিআরটিএ’র দালালদের মাধ্যমে গ্রাহকদের কাছে কাগজপত্রগুলো সরবরাহ করতো্। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি। এআর/একে/আরআইপি

Advertisement