কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে ৯০ লাখ টাকার ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধারের দাবি করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। সোমবার বেলা ১১টার দিকে হ্নীলা ইউনিয়ন লেদা এলাকায় এ সকল ইয়াবা উদ্ধার করা হয়।টেকনাফ ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবদুল হান্নান খাঁন জাগো নিউজকে বলেন, লেদা বিওপি সদস্যরা নাফ নদী এলাকায় টহল দেয়ার সময় দু’জন লোক বিজিবি সদস্যদের দেখে একটি পলিথিনের প্যাকেট ফেলে পালিয়ে যায়। বিজিবি প্যাকেটটি উদ্ধার করে ৩০ হাজার পিস ইয়াবা পায়। যার বাজার মূল্য ৯০ লাখ টাকা। উদ্ধারকৃত ইয়াবা বিজিবির সদর দফতরে জমা রাখা হয়েছে। এগুলো পরবর্তীতে ধ্বংস করা হবে বলে উল্লেখ করেছেন বিজিবির এ কর্মকর্তা। সায়ীদ আলমগীর/এসএস/পিআর
Advertisement