রাজধানীর বাড্ডা এলাকা থেকে ‘শীর্ষসন্ত্রাসী’ ও একাধিক মামলার আসামি মো. ইব্রাহীম খান ওরফে ভাইগ্না তুষারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগের গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার দিবাগত রাতে তাকে বাড্ডা এলাকা থেকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। এক সংবাদ সম্মেলনে ডিবি পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম জানান, তুষার ঢাকা মহানগরের অন্যতম শীর্ষসন্ত্রাসী। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ৫টি হত্যা মামলাসহ অন্তত ২০টি মামলা রয়েছে। তুষার বাড্ডার শীর্ষসস্ত্রাসী কাইল্যা পলাশের ভাইগ্না উল্লেখ করে মনিরুল ইসলাম বলেন, পলাশের ভাগিনা বলেই সে ভাইগ্না তুষার হিসেবে পরিচিতি পায়। পলাশ জেলে থাকায় তার সব সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণ করছে। তুষারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন যুগ্ম কমিশনার। এসএইচএস/পিআর
Advertisement