হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকায় রাজাকার ও যুদ্ধাপরাধীদের তালিকা প্রকাশ করতে পারিনি। আশা করছি ডিসেম্বরের মধ্যে সেই তালিকা প্রকাশ করতে পারব। প্রতিটি ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন স্থানে রাজাকার ও যুদ্ধাপরাধীদের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
Advertisement
শুক্রবার সকালে মুজিবনগর পর্যটন মটেলে আয়োজিত মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কেন্দ্র প্রকল্পের স্থাপত্য নকশা অনুমোদন-সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, মুজিবনগরকে আমরা আন্তর্জাতিক মানের মুক্তিযুদ্ধ তীর্থস্থান হিসেবে গড়ে তুলব। ইতোমধ্য ৩৭ একর জমি অধিগ্রহণ করেছি। আগামী তিন মাসের মধ্যে নতুন প্রকল্পের কাজ শুরু হবে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় আরও উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন। সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এস এম আরিফ-উর রহমান।
Advertisement
এর আগে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন মন্ত্রী।
আসিফ ইকবাল/এফএ/এমকেএইচ