সম্প্রতি বিশ্ব ক্রিকেট নিয়ে বেশ মজেছেন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে নিজের চ্যানেলে সারাবিশ্বের ক্রিকেট নিয়ে আলোচনা ও বিশেষজ্ঞ মতামত দিয়ে যাচ্ছেন নিয়মিত। তারই ধারাবাহিকতায় এবার ভারতের ক্রিকেটে চলমান অধিনায়কত্ব সংকট নিয়ে কথা বলেছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।
Advertisement
যেখানে বর্তমান অধিনায়ক বিরাট কোহলির পক্ষেই ব্যাট ধরেছেন শোয়েব। বর্তমানে ভারতের ক্রিকেটে অধিনায়কত্ব সংকট চলছে মূলত দুইটি নামকে ঘিরে। অনেকেরই পরামর্শ, কোহলির বদলে সীমিত ওভারের ক্রিকেটে দায়িত্ব দেয়া হোক রোহিত শর্মাকে। কিন্তু এমনটা ভাবতে রাজি নন শোয়েব।
তার মতে এখন কোহলির বদলে রোহিতকে দায়িত্ব দিলে এতদিনের সব বিনিয়োগ বিফলে যাবে ভারতের। যেহেতু কোহলির ওপর ৩-৪ বছর ধরে বিনিয়োগ করা হচ্ছেই, তাই এ ব্যাটিং জিনিয়াসকেই আগামী দিনগুলোতে অধিনায়ক হিসেবে চান শোয়েব।
নিজের ভিডিওতে শোয়েব বলেন, ‘আমি মনে করি বিরাট কোহলিকে অধিনায়কত্ব থেকে সরানো ঠিক হবে না। কারণ ভারত তার প্রতি অনেক বিনিয়োগ করেছে। গত ৩-৪ বছর ধরেই সেই অধিনায়কত্ব করে যাচ্ছে। আরও ভালো কোচ, ভালো দল এবং ভালো নির্বাচক কমিটি নিয়ে কোহলিরই দায়িত্বে বহাল থাকা উচিত।’
Advertisement
এসময় রোহিত শর্মার বিষয় টেনে এনে শোয়েব বলেন, ‘কোনো সন্দেহ নেই যে রোহিত শর্মা অনেক ভালো অধিনায়ক। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের হয়েও সে ভালো করেছে। তবে আমি বিশ্বাস করি ভারতের ক্রিকেটে এরই মধ্যে কোহলির ওপর বিনিয়োগ করা হয়েছে এবং এটা চলমান রাখা উচিত। কোহলির অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হবে বোকামি কারণ এখন সে নেতৃত্ব দেয়া শিখে গেছে। বিসিসিআই যদি তাকে সরিয়ে দেয়, আমি সত্যিই অবাক হবো,’
এছাড়া কোহলি ও রোহিতের মধ্যকার যে ফাটলের গুঞ্জন শোনা যাচ্ছে ইদানীং, সে ব্যাপারে নতুন তথ্য দেন পাকিস্তানের এ সাবেক তারকা। তিনি বলেন, ‘শোনা যাচ্ছে যে কোহলি ও রোহিতের মধ্যে ঝামেলা চলছে। কিন্তু এসব খবর পুরোপুরি সত্য নয়। তবে দুজনের মধ্যে কোনো বিষয়ে ঝামেলা চলছে সম্ভবত। যদিও সেটা বিশ্বকাপের আগে। আমি যখন ভারতে ছিলাম, তখন দুজনকে খুব একটা স্বচ্ছন্দ্য মনে হয়নি। যেটা দলের জন্যও ক্ষতিকর।’
এসএএস/এমএস
Advertisement