খেলাধুলা

দেশে ফিরেছে স্বর্ণজয়ী আরচারি দল

পঞ্চম কমনওয়েলথ ইয়ূথ গেমস প্রতিযোগিতা শেষে দেশে ফিরেছে স্বর্ণপদক জয়ী বাংলাদেশ আরচারি দল। রোববার রাত ১টায় দেশে ফেরে স্বর্ণ ও ব্রোঞ্জ জয়ী বাংলাদেশ আরচারি দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বাংলাদেশ আরচারি ফেডারেশনের পক্ষ থেকে তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।গত ৫ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত সামোয়ার রাজধানী এ্যাপিয়াতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের তামিমুল ইসলাম রিকার্ভ পুরুষ বিভাগ এককে স্বর্ণপদক জয় করেন। এটি কমনওয়েলথ ইয়ূথ গেমসে বাংলাদেশের প্রথম স্বর্ণ পদক জয়। এর আগে ২০০৮ সালে পুনেতে অনুষ্ঠিত কমনওয়েলথ ইয়ূথ গেমসে ভারোত্তোলন প্রতিযোগিতায় বাংলাদেশের ফায়েমা আক্তার ময়না ব্রোঞ্জ পদক লাভ করেছিলেন। এছাড়াও এবারের প্রতিযোগিতায় নন্দিনী খান সপ্না রিকার্ভ মহিলা বিভাগ এককে ব্রোঞ্জ মেডেল জয় লাভ করেছেন।স্বর্ণ ও ব্রোঞ্জ মেডেল জয়ী বাংলাদেশ আরচারি দলকে স্বাগত জানাতে বিমানবন্দরে ছিলেন বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সহ-সভাপতি জনাব এম শোয়েব চৌধুরী, জনাব মো: আনিসুর রহমান দিপু, সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল ও কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সহ-সভাপতি মিসেস কামরুন নাহার ডানা, উপ-মহাসচিব জনাব আশিকুর রহমান মিকু ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।এছাড়া সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক নূর-ই কোমর চৌধুরী, ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা এবং জাতীয় আরচ্যারী দলের আরচার ও মিডিয়া কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।আরটি/এমআর 

Advertisement