ভারতে অনলাইনে খাবার সরবরাহকারী সংস্থা জোম্যাটোর মুসলিম ডেলিভারি বয়ের হাত থেকে খাবার নিতে চাননি অমিত শুক্লা নামে এক গ্রাহক। তারই প্রতিবাদে এবার সোশ্যাল মিডিয়ায় সরব হলেন টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখ্যোপাধ্যায়।
Advertisement
তসলিমা নাসরিন ও প্রিয়াঙ্কা চোপড়া সম্পর্কে মন্তব্য করে অমিত শুক্লার পুরনো কিছু টুইটের ভিত্তিতে তাকে একহাত নিলেন স্বস্তিকা। নিজের টুইটার হ্যান্ডেলে অমিত শুক্লা নামে ওই ব্যক্তির কাছে স্বস্তিকা প্রশ্ন তোলেন, নারীদের স্তন নিয়ে যখন এ ধরনের মন্তব্য করেন, সেক্ষেত্রে যখন ধর্মের বিচার করেন না, তাহলে এক্ষেত্রে কেন?
মঙ্গলবার মধ্যপ্রদেশের জবলপুরের বাসিন্দা অমিত শুক্লা অনলাইনে জোম্যাটো অ্যাপসে খাবারের অর্ডার দিয়েছিলেন। তাকে খাবার পাঠানোর দায়িত্ব মুসলিম এক ডেলিভারি বয়কে দিয়েছিল জোম্যাটো।
এরপর অমিত শুক্লা টুইটারে লেখেন, হিন্দু রাইডার না দেয়ায় খাবারের অর্ডার বাতিল করলাম। জোর করে ডেলিভারি দিতে পারেন না। তারা অস্বীকার করায় রিফান্ডও চাইনি।
Advertisement
এরপরই ওই গ্রাহককে জোম্যাটো জানায়, খাবারের কোনো ধর্ম নেই। এটাই ধর্ম। এ ঘটনা ঘিরে সমালোচনার ঝড় ওঠে। এবার সেই ঘটনা প্রসঙ্গেই মুখ খুলেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখ্যোপাধ্যায়।
টলিপাড়ায় সাহসী ও ঠোঁটকাটা বলেই পরিচিত অভিনেত্রী স্বস্তিকা মুখ্যোপাধ্যায়। এক্ষেত্রেও অমিতা শুক্লাকে একহাত নিতে ছাড়েননি। নেটিজেনরাও এগিয়ে এসেছেন স্বস্তিকার সমর্থনে।
অনেকেই স্পষ্টবক্তা স্বস্তিকার এই প্রতিবাদের প্রশংসা করেছেন। অমিত শুক্লা নামে ওই ব্যক্তির মন্তব্যের বিরুদ্ধে সরবও হয়েছে নেটিজেনদের একাংশ।
এসআইএস/এমকেএইচ
Advertisement