দেশজুড়ে

যাত্রী পরিবহনে পশ্চিমাঞ্চল রেলের ব্যাপক প্রস্তুতি

অন্যান্য বারের তুলনায় এবার ঈদকে সামনে রেখে পশ্চিমাঞ্চল রেলের পাকশী ও লালমনিরহাট বিভাগে নিরাপদ ও আরামদায়ক যাত্রী পরিবহনে রেল মন্ত্রণালয়ের নির্দেশনায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পশ্চিমাঞ্চল রেলের একাধিক দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, পশ্চিমাঞ্চল রেলের পাকশী ও লালমনিরহাট বিভাগের বিভিন্ন রুটে বর্তমানে ৪২টি আন্তঃনগর এক্সপ্রেস, ৪২টি মেইল ও ৪৯টি লোকাল ট্রেন চলাচল করছে। ঈদ উপলক্ষে যাত্রী সেবার মান বৃদ্ধি, নিরাপদ ও আরামদায়ক যাত্রী পরিবহনের জন্য রেল মন্ত্রণালয় ও মহাপরিচালক আমজাদ হোসেনের পক্ষে পশ্চিমাঞ্চল রেলে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পাকশী বিভাগের ব্যবস্থাপক আফজাল হোসেন ও লালমনিরহাট বিভাগের ব্যবস্থাপক নাজমুল ইসলামসহ দু’বিভাগের সকল বিভাগীয় প্রধানদের সমন্বয়ে নিরাপত্তা জোরদার, সুষ্ঠুভাবে যাত্রী পরিবহন নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আরো জানা যায়, ঈদের তিনদিন আগে ও ঈদের পরের সাতদিন পর্যন্ত রাজশাহী, ঈশ্বরদী, ঢাকার মধ্যে চলাচলকারী পদ্মা-সিল্ক সিটি ও ধুমকেতুসহ ৬টি আন্তঃনগর ট্রেনে এবং রাজশাহী-ঈশ্বরদী-খুলনা এবং রাজশাহী-ঈশ্বরদী-রাজবাড়ির মধ্যে চলাচলকারী আন্তঃনগর কপোতাক্ষ-সাগরদাঁড়ি ও সীমান্ত এক্সপ্রেস ট্রেনে একটি করে অতিরিক্ত চেয়ার কোচ যোগ করা হবে। খুলনা-ঈশ্বরদী-ঢাকা ও পার্বতীপুর-ঈশ্বরদী-ঢাকা-পার্বতীপুরের মধ্যে ঈদ স্পেশাল ট্রেন চালু করা হবে। টিকিট কালোবাজারি প্রতিরোধ এবং ট্রেনে ভ্রমণকারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত ও স্বাচ্ছন্দ্য পরিবেশ সৃষ্টিতে র্যাব, জিআরপি, বেঙ্গল পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে টিম গঠন করা হয়েছে। রাজশাহী-খুলনা স্টেশনে এ টিমের সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়াও ঈশ্বরদী, ঈশ্বরদী বাইপাস, বড়াল ব্রিজ, বঙ্গবন্ধু সেতু পূর্ব ও পশ্চিম, টাঙ্গাইল, জয়দেবপুর, ভেড়ামারা, পোড়াদহ, রাজবাড়ি, যশোর, খুলনা, আব্দুলপুর, রাজশাহী, নাটোর, শান্তাহার, পার্বতীপুর স্টেশন ও হলহলিয়া ব্রিজে নিরাপত্তা বাহিনী ও জিআরপি পুলিশের বিশেষ টিমের সদস্যরা দায়িত্ব পালন করবেন। ঈদ উপলক্ষে বিশেষ ব্যবস্থায় ঈশ্বরদী, রাজশাহী, খুলনা, পার্বতীপুর ও সৈয়দপুর স্টেশনে ১৫ সেপ্টেম্বর ঢাকা থেকে এবং ২২ সেপ্টেম্বর থেকে ঢাকা ফিরতি ট্রেনের টিকেট বিক্রি করা হবে।পাকশী বিভাগীয় ব্যবস্থাপক আফজাল হোসেন ও লালমনিরহাট বিভাগীয় ব্যবস্থাপক নাজমুল ইসলাম জাগো নিউজকে জানান, গত রোজার ঈদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার আমরা বেশি সতর্ক অবস্থায় রয়েছি। আশা করছি এবার কোনো প্রকার ত্রুটি- বিচ্যুতি ছাড়াই নিরাপদ ও আরামদায়ক পরিবেশে ঈদের যাত্রী পরিবহনের কাজ সম্পন্ন করতে পারব। পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক খায়রুল আলম জাগো নিউজকে জানান, নিরাপদ যাত্রী পরিবহনের জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টি, টিকিট কালোবাজারি প্রতিরোধে পশ্চিমাঞ্চল রেলের সকল বিভাগীয় প্রধানদের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারি সঠিকভাবে দায়িত্ব পালন করছেন। কারো বিরুদ্ধে দায়িত্বহীনতার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন। আলাউদ্দিন আহমেদ/এসএস/পিআর

Advertisement