অপরাজিত থেকেই ক্যারিয়ার শেষ করলেন কিংবদন্তী বক্সার ফ্লয়েড মেওয়েদার। টানা ৪৯ ম্যাচ জিতেই বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন মার্কিন এই বক্সার। ১৯ বছরের ক্যারিয়ারে একটা ম্যাচও না হেরে বিশ্ব ক্রীড়াজগতে এক নতুন মাইলফলক তৈরি করে গেলেন এই কিংবদন্তী।মাস কয়েক আগে শতাব্দীর সেরা লড়াই খ্যাত ম্যাচে হারিয়েছেন ম্যানি প্যাকিয়াওকে। আর রোববার মেওয়েদার হারালেন ডব্লিউবিসির সুপার মিডেলওয়েট চ্যাম্পিয়ন আন্দ্রে বার্তোকে। এদিন লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডেন অ্যারেনায় ক্যারিয়ারের শেষ লড়াইয়ে মেওয়াদার ছিলেন আক্রমণাত্মক। ম্যাচ জিতে নেন ১১৮-১১০ পয়েন্টে।আগেই অনুমিত ছিল এই লড়াইয়ের পর অবসরে যেতে পারেন তিনি। বলেছিলেন বার্তোর বিপক্ষে ভালো ফলাফল আসলে হয়তো এটাই হতে পারে তার শেষ ম্যাচ। আর লড়াইয়ের পর অবসরের ঘোষণা করে বলেন, এটাই আমার আনুষ্ঠানিক ঘোষণা। আমি আর বক্সিং রিংয়ে নামব না।১৯৯৬ সালে পেশাদার বক্সিং শুরু করেন এই কিংবদন্তী। এরপর নানা প্রতিকূলতার মাঝে দিন কেটেছে তার। বহু বিতর্কের মধ্য দিয়ে গিয়েছেন, জেলও খেটেছেন। তবে বক্সিং রিংয়ে কখনো হারানো যায়নি এই তাকে।আরটি/এমআর
Advertisement