কুষ্টিয়ার খোকসা পৌরসভার মেয়র ও বিএনপি নেতা আনোয়ার আহম্মেদ তাতারী ব্রেইন স্ট্রোক করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রোববার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে কুষ্টিয়ার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। ইনসেনটিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার পর তিনি মারা যান। সোমবার বিকালে খোকসা জানিপুর পাইলট স্কুলের মাঠসহ একাধিক স্থানে জানাযার পর পৌর কবরস্থানে তার দাফন করা হবে বলে জানিয়েছে নিহতের পরিবার। এদিকে প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে হাজার নারী পুরুষের ঢল নেমেছে। মেয়রের মৃত সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীসহ সাধারণ নারী-পুরুষ প্রিয় নেতাকে শেষবারের মতো দেখতে ও শেষ শ্রদ্ধা জানাতে তার বাড়িতে জমায়েত হয়েছে। সূত্রে জানা গেছে, নাশকতার মামলার আসামি হওয়ায় গত সপ্তাহে তাকে মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর থেকে মেয়র আনোয়ার আহম্মেদ তাতারী অসুস্থ হয়ে পড়েন। উল্লেখ্য, পৌর মেয়র আনোয়ার আহম্মেদ তাতারী দুইবার পৌরসভার মেয়র ও দুইবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। আল-মামুন সাগর/এসএস/আরআইপি
Advertisement