গাজীপুরে ১০ লাখ টাকা মূল্যের প্রায় ৫০ কেজি গাঁজাসহ দুই জনকে আটক করেছে জয়দেবপুর থানা পুলিশ। গাজীপুর সিটি কর্পোরেশনের হায়দরাবাদ এলাকা থেকে রোববার রাতে তাদের গ্রেফতার করা হয়।সোমবার দুপুরে গাজীপুরের পুলিশ সুপারের কার্যালয়ে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. দেলায়ার হোসেন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।গ্রেফতাররা হলেন, ময়মনসিংহের ত্রিশালের বাবুপুর গ্রামের মৃত একিন আলীর ছেলে আশরাফুল ইসলাম (৩২) এবং ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার নলগড়িয়া গ্রামের মৃত মো. জুলমত খানের ছেলে মো. সিরাজ খান (৪০)।সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা ও পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ মাহফুজুর রহমান মিয়ার নেতৃত্বে পুলিশ গাজীপুর সিটি কর্পোরেশনের হায়দারাবাদ এলাকায় অভিযান চালিয়ে পাঁচ বস্তা গাঁজাসহ দুই জনকে আটক এবং একটি কাভার্ডভ্যান জব্দ করে। কসটেপে মোড়ানো অবস্থান পৃথক ৫০টি প্যাকেটে ওই গাঁজাগুলো ছিল। গাজাগুলোর ওজন প্রায় ৫০ কেজি। যার বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। মো. আমিনুল ইসলাম/এমজেড/আরআইপি
Advertisement