দেশজুড়ে

৭ ঘণ্টা পর কাঁঠালবাড়িতে বিকল্প চ্যানেলে ফেরি চলাচল শুরু

নাব্য সংকটে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে বুধবার রাত ১২টা থেকে বন্ধ ছিল ফেরি চলাচল। পরে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বিকল্প চ্যানেল চালু করে ফেরি চলাচল শুরু করা হয়।

Advertisement

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে, রাতে ফেরি চলাচলের নিয়মিত চ্যানেলমুখে নাব্য সংকট দেখা দেয়। সন্ধ্যার দিকে ফেরি চললেও রাত ১২টার পর চ্যানেল দিয়ে আর ফেরি চালানো সম্ভব হয়নি। তখন থেকে সকাল ৭টা পর্যন্ত বন্ধ রাখা হয় সকল ফেরি চলাচল। পরে বিকল্প চ্যানেল চালু করে সকাল ৭টার দিকে ফেরি চলাচল শুরু করে।

বিআইডব্লিউটিসির মাওয়া জোনের ম্যানেজার (মেরিন) আহমদ আলী বলেন, লৌহজং টার্নিং পয়েন্টের চ্যানেলমুখে নাব্য সংকট দেখা দিয়েছে। রাতে ফেরি চলাচল বন্ধ ছিল। সকাল ৭টার দিকে বিকল্প চ্যানেল চালু করে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে।

একেএম নাসির/এফএ/জেআইএম

Advertisement