ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের মধ্যে ৩১ জুলাই ‘নেটওয়ার্ক সংযোগের মাধ্যমে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস’ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, টেলিটক গ্রাহকরা খুব সহজেই ইউসিবি’র মোবাইল আর্থিক পরিষেবা, ইউক্যাশের সুবিধা নিতে পারবেন।
Advertisement
ইউসিবি’র এসইভিপি ও হেড অব এমএফএস (ইউক্যাশ) এ টি এম তাহমিদুজ্জামান এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের জেনারেল ম্যানেজার, মার্কেটিং ও ভিএএস প্রভাস চন্দ্র রায় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন- ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ শওকত জামিল এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহাব উদ্দিন।
এমআরএম/জেআইএম
Advertisement