শীতাতপ নিয়ন্ত্রিত নতুন বাস সার্ভিস চালু হয়েছে রাজধানীতে। পরিবহনটির নাম ‘গুলশান চাকা’। পরিবহনটির ২৯টি বাস চলাচল করছে রাজধানীর বিভিন্ন রুটে। গত ২৮ জুলাই থেকে কাকলী, বনানী, গুলশান-১, গুলশান-২, বাড্ডা হয়ে নতুন বাজার পর্যন্ত রুটে এই পরিবহনের বাস চলছে।
Advertisement
গুলশান চাকা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আফতাব উদ্দিন মাসুদ বলছিলেন, গ্রিন ঢাকা, ঢাকা চাকার পর এবার শীতাতপ নিয়ন্ত্রিত ‘গুলশান চাকা’ চালু হওয়ায় যাত্রীদের বেশ উপকারে হয়েছে। এখন ‘গুলশান চাকা’র ২০টি বাস চলছে। যাত্রীদের দাবির পরিপ্রেক্ষিতে নামানো হবে আরও ১০টি বাস।
তিনি জানান গত ১৮ অক্টোবর ঢাকা মেট্রো আর টি সিতে গুলশান চাকা লিমিটেডের নামে ৩০টি বাস চালানোর অনুমোদন দেয়া হয়।
এর আগে ২০১৬ সালের আগস্টে রাজধানীতে চালু হয় ‘ঢাকা চাকা’ নামের শীতাতপনিয়ন্ত্রিত ‘সার্কুলার বাস সার্ভিস’। তেজগাঁও-গুলশান লিঙ্ক রোডের নাভানা মোড় থেকে শুরু হয়ে গুলশান শুটিং ক্লাব, গুলশান-১ ও রূপায়ন টাওয়ার হয়ে গুলশান-২ নম্বরে এই বাস চলে।
Advertisement
গত বছর নিটল নিলয় গ্রুপ রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত শীতাতপ নিয়ন্ত্রিত বাস সেবা চালু করে, যার নাম গ্রিন ঢাকা প্রাইভেট লিমিটেড।
জেডএ/জেআইএম