জাতীয়

সিটি কর্পোরেশনের ওষুধ দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি

 

সিটি কর্পোরেশনের ওষুধ নিয়ে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। বুধবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এ সমাবেশ করে।

Advertisement

ওয়ার্কার্স পার্টির নগর সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় কমিটির নেতা দীপঙ্কর সাহা দীপু, মোস্তফা আলমগীর রতন, নগর সাধারণ সম্পাদক কিশোর রায়, যুবনেতা সাব্বাহ আলী খান কলিন্স, ছাত্রনেতা মোতালেব প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘দেশে যখন ডেঙ্গুতে মৃত্যুর কাফেলা দিন দিন বাড়ছে, হাসপাতালগুলোতে রোগীর ঠাঁই হচ্ছে না, তখন স্বাস্থ্যমন্ত্রী ব্যক্তিগত সফরে বিদেশ ভ্রমণ করছেন! এটা কতটুকু দায়িত্বশীল আচরণ, দেশবাসী তা জানতে চায়। অথচ মন্ত্রী নিজেই মনিটরিং কমিটি করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করেছেন!’

বক্তারা আরও বলেন, ‘একই কথা সিটি কর্পোরেশনকেও নিয়ে। মার্চ মাসে তাদেরকে সতর্ক করা হলেও মেয়র সাহেবরা সময়মতো ওধুষ আনেননি। এখন তারা বিমানে করে ওষুধ আনবেন বলে জানিয়েছেন। সিটি কর্পোরেশনের ওষুধ নিয়ে দুর্নীতির অভযোগ রয়েছে। এই অভিযোগের তদন্ত ও বিচার করতে হবে।’

Advertisement

পিডি/বিএ