জাতীয়

ভোক্তার অভিযান মিটফোর্ড, তেজগাঁওয়ে কে?

রাজধানীর তেজগাঁওয়ের বউবাজারে একটি বেকারিতে হানা দিয়েছেন ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদফতরের ম্যাজিস্ট্রেট পরিচয়ে এক নারীসহ পাঁচ সহকারী পরিচালক। পরনে শার্ট-প্যান্ট, একের পর এক বেকারির রুমগুলো তদারকি করেন তারা। ধরা পড়ে নানা অনিয়ম, এবার জরিমানা করার পালা।

Advertisement

সন্দেহ হলে বেকারির মালিক ফোন দেন পুলিশকে। পুলিশ ফোন দেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে। অধিদফতর জানায়, তেজগাঁওয়ে তাদের কোনো অভিযান চলছে না। তাদের টিম পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় অভিযান চালাচ্ছে।

ঘটনাটি বুধবার (৩১ জুলাই) বিকেলের।

তেজগাঁও থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) শ্রীধাম হাওলাদার জাগো নিউজকে জানান, ভোক্তা অধিকারের ফোন কেটে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। পুলিশকে এবার তারা শোনাচ্ছেন নতুন গল্প। পাঁচজনের দাবি, তারা ক্রাইম পেট্রোল নামে একটি পত্রিকার সাংবাদিক। তারা পুলিশকে সেই পত্রিকার পরিচয়পত্র দেখায়। তৎক্ষণাৎ পুলিশ সেই পত্রিকার সম্পাদককে ফোন দেয়। সম্পাদক তাদের চেনেন না বলে জানান। এরপরই তাদের আটক করা হয়।

Advertisement

এসআই শ্রীধাম জানান, বিকাল পৌনে ৫টায় তাদের থানায় আনা হয়েছে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে। তাদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ সহকারী পরিচালক ফাহমিনা আক্তার জাগো নিউজকে বলেন, আমাদের কোনো টিম তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযানে যায়নি। এছাড়া আমাদের অভিযানগুলো অধিদফতরের সহকারী পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিচালনা করেন। কর্মকর্তাদের নাম-পদবি ওয়েবসাইটে দেয়া আছে। আমাদের টিম বর্তমানে (বুধবার বিকেল) মিটফোর্ড এলাকায় অভিযান চালাচ্ছে। যারা আটক হয়েছে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তেজগাঁও শিল্পাঞ্চল পুলিশকে অনুরোধ জানিয়েছি।

শিল্পাঞ্চল থানা সূত্র জানায়, আসামিদের বিরুদ্ধে প্রতারণার মামলার প্রস্তুতি চলছে।

এআর/এসআই/এএইচ/এমকেএইচ

Advertisement