ক্যাম্পাস

জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আব্দুল মান্নান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের লক্ষ্যে অধ্যাপক মো. আব্দুল মান্নান চৌধুরীকে প্রধান নির্বাচন কমিশনার মনোনীত করা হয়েছে।

Advertisement

বুধবার দুপুরে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

উপাচার্য বলেন, ‘অধ্যাপক মো. আব্দুল মান্নান চৌধুরীকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার আরও দুইজন সহকারী নির্বাচন কমিশনার বাছাই করে জাকসুর পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন গঠন করবেন।’

এ বিষয়ে অধ্যাপক মো. আব্দুল মান্নান চৌধুরী বলেন, ‘বিষয়টি সম্পর্কে জেনেছি। উপাচার্যের সঙ্গে এই বিষয়ে আমার প্রাথমিক আলাপ হয়েছে। তবে এখনও লিখিত আদেশ হাতে পাইনি। জাকসু নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর। আমি সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই। লিখিত আদেশ পেলেই আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করব।’

Advertisement

প্রসঙ্গত, দীর্ঘ ২৭ বছর ধরে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ছাত্র প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে শিক্ষার্থীরা এ বছর আবারও সরব হয়ে ওঠে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৮ জুন বিশ্ববিদ্যালয়ের ৩৮তম বার্ষিক সিনেট অধিবেশনের পূর্বে উপাচার্য ফারজানা ইসলাম ৩১ জুলাই এর মধ্যে নির্বাচন কমিশন গঠনের প্রতিশ্রুতি দেন। এ বছরের নভেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিও দেন উপাচার্য।

মো. ফারুক হোসেন/এমবিআর/পিআর