হোয়াইটওয়াশ লজ্জা এড়ানোর ম্যাচ। শ্রীলঙ্কার কাছে গুরুত্ববহ না হলেও বাংলাদেশের জন্য এই ম্যাচটিও হালকাভাবে নেয়ার মতো নয়। জয়ের খোঁজে একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে টাইগাররা।
Advertisement
অনুশীলনের সময় হালকা চোট পেয়েছেন মোস্তাফিজুর রহমান। তাই এই ম্যাচে খেলছেন না কাটার মাস্টার। বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেনও। তাদের বদলে একাদশে এসেছেন এনামুল হক বিজয় এবং রুবেল হোসেন। শ্রীলঙ্কাও তাদের দলে চার পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, রুবেল হোসেন।
শ্রীলঙ্কা একাদশ : দিমুথ করুনারত্নে (অধিনায়ক), আভিশকা ফার্নান্ডো, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, শেহান জয়সুরিয়া, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আকিলা ধনঞ্জয়া, কাসুন রাজিথা, লাহিরু কুমারা।
Advertisement
এমএমআর/এমকেএইচ