আন্তর্জাতিক

আসামে ১ কেজি চা পাতার দাম ৫০ হাজার টাকা

১ কেজি চা পাতার দাম ৫০ হাজার টাকা! নিলামে এই দামেই বিক্রি হয়েছে ভারতের আসামের মনোহরী গোল্ড চায়ের এক কেজি পাতা। প্রকাশ্য নিলামে ১ কেজি চা পাতার এত দাম অতীতে উঠেছে কিনা তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। মঙ্গলবার গুয়াহাটিতে চা পাতার নিলামে এই ঘটনায় অনেকেই রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন।

Advertisement

ভারতীয় একটি দৈনিক বলছে, আসামের চা বাগানের এই মনোহরী পাতার দাম বরাবরই চড়া। গতবার নিলামে সর্বোচ্চ দাম উঠেছিল ৩৯ হাজার ১ টাকা; যা ছিল সর্বোচ্চ। তবে সেই রেকর্ড ভেঙে দিয়েছিল অরুণাচলপ্রদেশের গোল্ডেন নিডল চা পাতা। এই চা পাতার দাম উঠেছিল প্রতি কেজি ৪০ হাজার টাকা। এবার সেই রেকর্ড ভাঙল মনোহরী চা পাতা।

গুয়াহাটি চা নিলাম ক্রেতা সমিতির সচিব দীনেশ বিহানী দাবি করেছেন, প্রকাশ্য নিলামে এত দাম আগে কোনো চা পাতার ওঠেনি।

আরও পড়ুন > পর্যটক টানতে ফ্রি ভিসা চালু করছে শ্রীলঙ্কা

Advertisement

আসামের ডিব্রুগড়ে মনোহরী চা বাগানের মালিক রাজন লোহিয়া বলেছেন, এবার প্রতিকূল আবহাওয়ার মধ্যে এই চা পাতা তৈরি করতে হয়েছে। মাত্র ৫ কেজি চা পাতা এবার তৈরি করা সম্ভব হয়েছে। তাই এবার দাম এত চড়া।

মাঙ্গিলাল মহেশ্বরী ৫০ হাজার টাকায় ওই ১ কেজি চা পাতা কিনেছেন। গতবার তিনি দুই কেজি মনোহরী গোল্ড চা পাতা কিনেছিলেন তিনি। মাঙ্গিলাল জানিয়েছেন, তিনি ১০০ গ্রাম চা পাতা বিক্রি করবেন ৮০০০ টাকায়।

এসআইএস/জেআইএম

Advertisement