দেশজুড়ে

বরিশালে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩ রোগীর মৃত্যু

বরিশালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩ রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন ও গৌরনদীতে একজনের মৃত্যু হয়েছে।

Advertisement

ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীরা হলেন- বরিশালের গৌরনদী উপজেলা সদরের আশোকাঠি এলাকার আ. মান্নান ফকিরের স্ত্রী আলেয়া বেগম (৫৫), বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের নাসির খানের ছেলে আসলাম খান (২৪) ও পিরোজপুরের কাউখালী উপজেলার ঘোষনতারা গ্রামের মো. আদম আলীর মো. সোহেল (১৮)।

তাদের মধ্যে আলেয়া বেগম মঙ্গলবার রাত ৯টার দিকে মার যান। অন্যদিকে মঙ্গলবার ভোররাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসলাম খান ও সোহেলের মৃত্যু হয়।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. মাহাবুব আলম মির্জা স্বজনদের বরাত দিয়ে জানান, আলেয়া বেগম বেশ কিছুদিন ঢাকায় ছিলেন। সোমবার তিনি জ্বর নিয়ে বাড়ি ফেরেন। মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসকের শরণাপন্ন হন। প্রাইভেট চেম্বারে চিকিৎসক দেখিয়ে একটি ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু জ্বরের পরীক্ষা-নীরিক্ষা করান।

Advertisement

পরীক্ষার রিপোর্টে ডেঙ্গু জ্বরের বিষয়টি নিশ্চিত হয়ে আলেয়া বেগমকে নিয়ে স্বজনরা সরকারি হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা দেন। কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়।

অন্যদিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেলের পরিচালক ডা. এসএম বাকীর হোসেন জানান, মঙ্গলবার ভোর রাতে আধা ঘণ্টার ব্যবধানে আসলাম ও সোহেল নামের দুই রোগীর মৃত্যু হয়েছে। তারা দুইজনই ঢাকায় ছিলেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে তারা বাড়ি ফিরে আসেন।

দুইজনই শেষ মুহূর্তে মেডিকেলে ভর্তি হন। তাদের মধ্যে আসলাম খান সোমবার রাত সাড়ে ৯টার দিকে ভর্তি হন। মঙ্গলবার ভোররাত সোয়া ৩টার দিকে তিনি মারা যান। অপরজন সোহেল সোমবার রাত ১টা ২০ মিনিটে মেডিকেলে ভর্তি হন। মঙ্গলবার ভোররাত ৩টা ৪০ মিনিটে মারা যান।

পরিচালক ডা. এসএম বাকীর হোসেন আরও জানান, আশঙ্কাজনক অবস্থায় তাদের দুইজনকে মেডিকেলে ভর্তি করা হয়েছিল। তাদের চিকিৎসায় যথেষ্ট সময় পাওয়া যায়নি।

Advertisement

সাইফ আমীন/এমআরএম