হঠাৎ স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন লাক্স তারকা বিদ্যা সিনহা সাহা মিমের বাবা বীরেন্দ্রনাথ সাহা। বর্তমানে তিনি বর্তমানে মহাখালির আয়েশা মেমোরিয়াল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।মিমের পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ করে স্ট্রোক করেন মিমের বাবা। সাথেই সাথেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখে। বর্তমানে রোগীর অবস্থা নিয়ন্ত্রণে রয়েছে।এদিকে মিম জানালেন, ‘বাবার স্ট্রোক হবার সময় আমি একটা অনুষ্ঠানে পারফর্ম করার জন্য তৈরি হচ্ছিলাম। খবরটি শুনেই অস্থির হয়ে উঠেছিলাম। কিন্তু কিছু করার ছিলো না। বাবার অসুস্থতার খবর জেনেও আমাকে মঞ্চে হাসিমুখে হাঁটতে হয়েছে। শিল্পীদের জীবনের এটাই করুণ বাস্তবতা।’ মিম তার বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।এলএ/এমএস
Advertisement