বিনোদন

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে অভিনেতা আলমগীর

ঢাকাই সিনেমার শক্তিমান অভিনেতা আলমগীর। হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাই চিকিৎসা নিতে হাসপাতালে গেলে চিকিৎসকরা তাকে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

Advertisement

এই অভিনেতা-নির্মাতা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছেন।

জ্বর নিয়ে শনিবার হাসপাতালে ভর্তি হওয়ার পর পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে বলে নিশ্চিত করেছেন এই অভিনেতা। তবে বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। দু-তিনদিনের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে প্রত্যাশা করছেন তিনি।

আলমগীর বলেন, ‘আপাতত কিছুটা ভালো আছি। চিকিৎসক আরও দু-তিনদিন হাসপাতালে থাকতে বলেছেন। সবার কাছে দোয়া চাই আমার জন্য।’

Advertisement

এদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে মঙ্গলবার (৩০ জুলাই) সকালে ডেঙ্গুর বিস্তার রোধ ও গুজবের প্রতিকারে আয়োজিত এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান অভিনেতা আলমগীরের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

এলএ/পিআর