জাতীয়

ভ্যাট প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি’র উপর আরোপিত মূল্য সংযোজন কর (মূসক) প্রত্যাহার না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন, বিক্ষোভ ও রাস্তা অবরোধ কর্মসূচি চলবে বলে জানিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার আবারো ধানমন্ডির প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরুর পর আন্দোলনরত শিক্ষার্থীরা এ কথা জানিয়েছেন।সোমবার সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ধানমন্ডি ২৭ নম্বরের প্রধান সড়ক অবরোধ করে। কলাবাগান ওভারব্রিজ ও সোবহানবাগ মোড়ে রাস্তা অবরোধ করেছে শিক্ষার্থীরা। একই সময়ে ধানমন্ডির-১৬ নং রাস্তা ব্যারিকেট দিয়ে বিক্ষোভ করছে ইবাইস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।ধানমন্ডি ২৭ নম্বর প্রধান সড়কে অবস্থান নিয়েছেন বেসরকারি ড্যাফোডিল, স্ট্যামফোর্ড, নর্থ সাউথ, ইন্ডিপেনডেন্ট, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশসহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।অন্যদিকে কর্মসূচিকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্কাবস্থানে রয়েছে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী।এ বিষয়ে ড্যাফোডিলের এলএলএম এর ছাত্র রাকিবুল হাসান জাগো নিউজকে জানান, অবাক করা বিষয় যে সরকারের পক্ষ থেকে ভ্যাট প্রত্যাহারের কোনো পদক্ষেপ এখন পর্যন্ত লক্ষ্য করা যায় নি। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। আশা করছি সরকার শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ের এই আন্দোলনে সাড়া দেবে। আমরাও দ্রুত পড়াশুনায় মনোযোগী হতে চাই।ইবাইস এর ইংরেজী বিভাগের ছাত্র রিয়াদ জাগো নিউজকে জানান, গতকালের মতো আজকের আমরা সাড়ে ১০টা থেকে ১৬ নং রাস্তা বন্ধ করে বিক্ষোভ শুরু করেছি। দাবি আদায় না পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে। এ বিষয়ে ড্যাফোডিলের ছাত্র সাজিদ জানান, আমরা ভ্যাট দিয়ে মৌলিক অধিকার আদায়ের পক্ষে নই। তাই সোমবারও সকাল ১০টা থেকে শান্তিপূর্ণ আন্দোলন শুরু হয়েছে। শান্তিপূর্ণভাবেই চলবে। তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন বলে জানান তিনি।ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নূরে আজম জাগো নিউজকে জানান, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্কাবস্থানে রয়েছে পুলিশ। শিক্ষার্থীদের ঘোষিত আন্দোলনের পয়েন্ট কলাবাগান ওভারব্রিজ, সোবহানবাগ মোড়, ধানমন্ডি-১৫ থেকে ২৭ নম্বর সড়ক ও এর আশপাশ এলাকা, শঙ্করসহ গুরুত্বপূর্ণ স্থানে সতর্কাবস্থান নিয়েছে পুলিশ। # ঈদ পর্যন্ত লাগাতার অবরোধের সিদ্ধান্তে অটল শিক্ষার্থীরাজেইউ/এআরএস/এমএস

Advertisement