চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে ভালো ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য বাংলা সাহিত্য নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।১. প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি?উত্তর : প্যারীচাঁদ মিত্রের ‘আলালের ঘরের দুলাল’।২. প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক কে?উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।৩. প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি? উত্তর : ১৮৬৫ সালে প্রকাশিত ‘দুর্গেশনন্দিনী’।৪. প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে?উত্তর : স্বর্ণকুমারী দেবী।৫. প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম সার্থক মুসলমান ঔপন্যাসিক কে?উত্তর : মীর মশাররফ হোসেন।৬. প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার কে?উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।৭. প্রশ্ন : বাংলা সাহিত্যে মুক্তক ছন্দের প্রবর্তক কে?উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।৮. প্রশ্ন : বাংলা সাহিত্যে গীতি কবিতার সার্থক প্রবর্তক কে?উত্তর : বিহারীলাল চক্রবর্তী।৯. প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম নাট্যকার কে?উত্তর : তারাচরণ শিকদার।১০. প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম মৌলিক নাটকের রচয়িতা কে? উত্তর : রামনারায়ণ তর্করত্ন।১১. প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার কে?উত্তর : মাইকেল মধুসূদন দত্ত।১২. প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডির রচয়িতা কে? উত্তর : মাইকেল মধুসূদন দত্ত।১৩. প্রশ্ন : বাংলা ভাষায় প্রথম সনেট রচয়িতা কে? উত্তর : মাইকেল মধুসূদন দত্ত।১৪. প্রশ্ন : বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন কী?উত্তর : চর্যাপদ।১৫. প্রশ্ন : চর্যাপদ আবিষ্কার করেন কে?উত্তর : হরপ্রসাদ শাস্ত্রী।১৬. প্রশ্ন : বাংলায় ব্রহ্ম সাহিত্যের প্রথম রচয়িতা কে?উত্তর : ঈশ্বরচন্দ্র গুপ্ত।১৭. প্রশ্ন : বাংলা সাহিত্যের আদিমতম গবেষক কে?উত্তর : ঈশ্বরচন্দ্র গুপ্ত।১৮. প্রশ্ন : বাংলা কাব্যে প্রথম সমকালের সঞ্চারক কে?উত্তর : ঈশ্বরচন্দ্র গুপ্ত।১৯. প্রশ্ন : বাংলা সাহিত্যে প্রথম মহিলা মুসলিম কবি কে?উত্তর : মাহমুদা খাতুন সিদ্দিকা।২০. প্রশ্ন : আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?উত্তর : রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মিনী উপখ্যান’।# আজকের সাধারণ জ্ঞান : ১৩ সেপ্টেম্বর ২০১৫এসইউ/এমএস
Advertisement