ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গের আমন্ত্রণে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় পরিদর্শন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৭ সেপ্টেম্বর মোদি ফেসবুকের প্রধান কার্যালয়ে যাবেন। রোববার নিজের ফেসবুক পেইজে জুকারবার্গ এ কথা জানিয়েছেন।চলতি মাসের শেষ নাগাদ যুক্তরাষ্ট্র সফর করবেন মোদি। জুকারবার্গ জানান, সে সময়ই ক্যালিফোর্নিয়ায় ফেসবুকের সদর দফতরে যাবেন মোদি। তিনি আরো জানিয়েছেন, ফেসবুকের সদর দফতর ঘুরে দেখার পাশাপাশি এক আলোচনা সভাতেও যোগ দেবেন মোদি। এরই পাশাপাশি ফেসবুকের কর্মীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে যোগ দেওয়ারও কথা রয়েছে তাঁর।মার্ক জানান, `আমি জনসমক্ষে এ ঘোষণা দিয়ে খুব আনন্দিত যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টাউন হলে প্রশ্নোত্তর অনুষ্ঠানে যোগদান করবেন। গত বছর মোদির আমন্ত্রণে ভারত সফরের সৌভাগ্য হয়েছিল আমার, তাকে ফেসবুক সদর দফতরে আমন্ত্রণ জানাতে পারা একটি সম্মানজনক বিষয়।`এআরএস/এমএস
Advertisement