প্রবাস

সিঙ্গাপুরে প্রবাসীদের আবৃত্তি সন্ধ্যা

উপমহাদেশের খ্যাতিমান বাচিক শিল্পী রবীন্দ্র-নজরুল গবেষক অনিন্দ্যা সিকোয়েরার একক আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে সিঙ্গাপুরে। রোববার (২৮ জুলাই) সন্ধ্যা ৬টায় সিঙ্গাপুর লিটারেরি সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করেছে সিঙ্গাপুর প্রবাসীদের বাংলা আবৃত্তি চর্চা কেন্দ্র ‘কহন’।

Advertisement

মৃদু আলোয় অনিন্দ্যা সিকোয়েরার কণ্ঠে ছিল কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষার পঙক্তিমালায় সাজানো কবিতার মালা, আর কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও ছড়ার সমাহার।

আবৃত্তির বিভিন্ন অংশে রবীন্দ্র ও নজরুল সংগীতে সুর তুলেছেন কহনের আবৃত্তি শিল্পী ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত কণ্ঠশিল্পী তৌহিদা রহমান টিনা। কহনের আবৃত্তি শিল্পী মাজহারুল আবেদীন আদরের সঞ্চালনায় অনুষ্ঠানের সমাপিকা টানেন কবি জাকির হোসেন খোকন।

সুদূর মুম্বাই থেকে এসে এই অনুষ্ঠানে আবৃত্তি শোনানোর জন্য অনিন্দ্যা সিকোয়েরাকে ধন্যবাদ জানান তিনি। মুক্ত কর হে বন্ধ স্লোগানে ‘কহন’ আবৃত্তি চর্চা কেন্দ্র গত বছর সিঙ্গাপুরে যাত্রা শুরু করে।

Advertisement

বেশকিছু যৌথ আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করলেও একক আবৃত্তি অনুষ্ঠান এটিই প্রথম। অনুষ্ঠানে বিভিন্ন পেশার বাংলাভাষী উপস্থিত ছিলেন।

এমআরএম