খেলাধুলা

চিটাগাং ভাইকিংস ও সিলেট সিক্সার্সের মালিকানা নিয়ে সংশয়!

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের আগামী চার মৌসুমের জন্য দুটি দলের ফ্র্যাঞ্চাইজি খুঁজছে বিসিবি। সেজন্য আনুষ্ঠানিকভাবে আগ্রহীদের নাম জমা দিতে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ক্রিকেট বোর্ড।

Advertisement

হঠাৎ করে কেন ও কী কারণে বিপিএলে নতুন দলের মালিকানা আহ্বান? আজ (সোমবার) পড়ন্ত বিকেলে জাগো নিউজের পক্ষ থেকে এ প্রশ্ন করা হলে বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন উত্তর।

তিনি বলেন, ‘আসলে আমরা দুটি দলের অংশগ্রহণের বিষয়ে সংশয়ে আছি। তারা শেষ পর্যন্ত আগের মালিকানায় অংশ নেবে কি-না, আমরা সন্দিহান। তাই আমরা নতুন মালিকানার খোঁজ করেছি।’

কোন কোন দলের ফ্র্যাঞ্চাইজি স্বত্ব নিয়ে সংশয় আছে? জালাল বলেন, ‘আমরা নিশ্চিত নই। তার পরও চিটাগাং ভাইকিংস আর সিলেট সিক্সার্স আগের বারের মালিকানায় খেলবে কি-না, তা নিয়ে সংশয় আছে। চিটাগাং আগের বার শেষ মুহূর্তে পুরনো মালিকানায় অংশ নিলেও এবার নেবে কি-না, তা নিয়ে রাজ্যের সংশয় আছে। এছাড়া সিলেটের বিষয়েও আমরা নিশ্চিত কিছু জানি না। তাই বাধ্য হয়ে মালিকানা আহ্বান করা হয়েছে।’

Advertisement

এআরবি/এসএএস/জেআইএম