বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকার বন্যা মোকাবেলায় সম্পূর্ণ ব্যর্থ। শেরপুরের মানুষ যখন বন্যায় ভাসছে, তখন সরকারের মন্ত্রী আসে আইটি পার্কের জায়গা দেখতে। আইটি পার্কের দরকার আছে, তবে এখন নয়। এখন তাদের ত্রাণ নিয়ে আসা উচিত ছিল। জনগণ বন্যায় ডুবে মরুক, তাদের কিছু যায় আসে না, তবে বিএনপি সব সময় জনগণের পাশে আছে। এজন্য সাধ্য মতো বিএনপির পক্ষ থেকে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে।
Advertisement
সোমবার দুপুরে শেরপুরের চরাঞ্চলের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণে গিয়ে সদর উপজেলার চরপক্ষিমারী ইউনিয়নের ব্যাঙের মোড় এলাকায় জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষিঋণ মওকুফের দাবি জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, যতক্ষণ পর্যন্ত কৃষক আবার নতুন ফসল ফলাতে না পারে, ততক্ষণ পর্যন্ত কৃষকদের খাবার, কৃষিঋণ মওকুফ এবং সার-বীজ-কীটনাশক বিনা পয়সায় দিতে হবে।
শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, মো. শাহজাহান, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, আব্দুল্লাহ আল মামুন, জাকির হোসেন বাবুল প্রমুখ।
Advertisement
সোমবার শেরপুর সদর উপজেলার চরপক্ষিমারী ইউনিয়নের ব্যঙের মোড়, কামারের চর এবং শ্রীবরদীর ভেলুয়া ইউনিয়নের আট শতাধিক বন্যার্ত মানুষের মাঝে বিএনপির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
হাকিম বাবুল/আরএআর/এমএস