দেশজুড়ে

সাভারে ডেঙ্গুতে আক্রান্ত অর্ধশতাধিক

সাভারে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জুয়েল মাহমুদ নয়ন (৩৮) নামে একজনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Advertisement

এর আগে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎোধীন ছিলেন তিনি। কিন্তু সেখানে যথাযথ সেবা না পাওয়ায় স্বজনরা রোববার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তাকে। নিহত নয়ন ধামরাই উপজেলার কুল্লা গ্রামের জলিল উদ্দিনের ছেলে।

এদিকে সাভারে প্রতিদিনই ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। গত ৩/৪ দিনে প্রায় অর্ধশতাধিক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

উপজেলার সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র এনাম মেডিকেল কলেজ হাসপাতালের একাধিক ওয়ার্ড ও কেবিনে রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বর্তমানে সেখানে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত অর্ধশত রোগী ভর্তি আছেন। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন অনেকেই।

Advertisement

এ হাসপাতাল থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের (১ম বর্ষ) ছাত্রী উ খিং নু চিকিৎসা নিয়ে সুস্থতা অনুভব করে বিশ্রাম না নিয়ে নিজ বাড়ি কক্সবাজারে গিয়ে পুনরায় অসুস্থ হয়ে মারা যান।

জানা গেছে সাভার সরকারি হাসপাতালে এ পর্যন্ত ২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে ভর্তি আছেন ৮ জন। তাদের মধ্যে উলাইল এলাকার বাসিন্দা ইকরাম নামে এক ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. বেনজির আক্তার।

আল-মামুন/এমএস

Advertisement