জাতীয়

প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে থাকতে চাই : পরিকল্পনামন্ত্রী

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জাতিসংঘসহ বিশ্বের উন্নত দেশগুলো তহবিল দেয়ার কথা বললেও তা দেয় না বলে অভিযোগ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। উন্নত বিশ্ব ও দেশের অন্য রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশের প্রকৃতি ধ্বংসের জন্য দায়ী করেন তিনি। তার বক্তব্য, ‘আমরা এডাপ্ট করে (খাপ খাইয়ে) প্রকৃতির সঙ্গে থাকতে চাই। সেটাই বাংলাদেশ সরকারের মূলনীতির দিক।’

Advertisement

রাজধানীর একটি হোটেলে সোমবার (২৯ জুলাই) ‘বাংলাদেশ ন্যাশনাল কমিটি অব আইইউসিএন প্লাটফর্ম ফর সাসটেইনেবল বায়োডাইভার্সিটি কনভারসেশন’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

ভালো কাজ করার আহ্বান জানিয়ে এমএ মান্নান বলেন, ‘সুন্দরবনকে কাটবেন না। কিন্তু পানি দিয়ে সুন্দরবনকে বড় করতে পারবেন না- এটা প্রকৃতির দান। আমরা বিশ্বাস করি, প্রকৃতিকে যদি আমরা থাকতে দেই তার মতো করে অহেতুক নাড়াচাড়া না করি, তাহলে বোধহয় প্রকৃতি আমাদের ওপর সদয় হবে। এবং অহেতুক নাড়াচাড়া আমরা করি না।’

তিনি আরও বলেন, ‘এটা বললে আবার রাজনৈতিক বক্তব্য চলে আসে। কারা কার্বন নিঃসরণ করে, কারা আমাদের আকাশ-পাতালের মাটি, বাতাস ধ্বংস করছে– এগুলো সব পরিচিত বিষয়। আমরা করছি না কিন্তু।’

Advertisement

মন্ত্রী বলেন, ‘তবু এটা পরিষ্কার বলা উচিত, কারা পরিবেশের ক্ষতি করছে এ মুহূর্তে। বিশেষ করে গত ২০০ বছর। ২০০ বছরের ইতিহাস আপনারা জানেন। এখান থেকে সব নিয়ে গেছে, ওখান থেকে নিয়ে এসেছে– এগুলো বিবেচনায় রাখা উচিত। কোনো ঘৃণার জন্য নয়, রাগের জন্য নয়– বাস্তবতাটা তুলে ধরার জন্য।’

বর্তমান সরকার উন্নয়নের জন্য কৃষিজমি নিচ্ছে না, যতটুকু প্রয়োজন তার চেয়ে ১২ শতাংশ জমি নেয়া হচ্ছে এবং জলাশয়গুলো রক্ষা করছে বলেও জানান পরিকল্পনামন্ত্রী।

কিছু প্রশ্ন রেখে এমএ মান্নান বলেন, ‘লগিং কারা করে? আমরা লগিং করিনি। মাইনিং কারা করে, আমরা মাইনিং করিনি। ডেমিং কারা করে? আমরা কয়টা ডেমিং করেছি? কর্ণফুলী তো আমরা করিনি। যে সরকার করেছিল, কেন করেছিল– এসব বিষয়ে আপনারা জানেন। সেসব দিন পার হয়ে গেছে। আমরা তো ডেমিংয়ে যাচ্ছি না।’

রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে মাঝে মাঝে ক্ষমতাসীন দলকে কথা শুনতে হয় উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমরা সতর্ক আছি। সুন্দরবন কি আমাদের ঐতিহ্য নয়, সম্পদ নয়? কিন্তু একটা ব্যালান্স আমাদের করতে হচ্ছে। বিদ্যুৎকে শতভাগ করতে হবে এ বছরের মধ্যেই। এ জন্য মাঝে মাঝেই আমাদের বেটার সিদ্ধান্ত নিতে হয়। তবে এ বনের কিছুই কাটা হবে না।’

Advertisement

পিডি/এনডিএস/এমএস