ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিম উদ্দিন হল ডিবেটিং ক্লাব আয়োজিত চার দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঢাকা কলেজ ‘ডিবেটিং সোসাইটি’। গতকাল রোববার সন্ধ্যায় চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
Advertisement
‘একাদশ আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা ১৪২৫’ শিরোনামে কলেজ পর্যায়ে মোট ২২টি দল অংশগ্রহণ করে। ২২টি দলের মধ্যে ৩ রাউন্ডের পর প্রি-সেমি, সেমি ফাইনাল এবং ফাইনালে প্রতিযোগিতা করে রাজধানীর হলি ক্রস কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ঢাকা কলেজ ‘ডিবেটিং সোসাইটি’।
ফাইনালে বিতর্কের বিষয় নির্ধারিত ছিল ‘এই সংসদ ইংরেজি মাধ্যমের স্কুলসমূহ নিষিদ্ধ করে দিবে।’ বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আকতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এমআরএম/জেআইএম
Advertisement