ক্যাম্পাস

জবির ইসলামিক স্টাডিজে গবেষণা বিষয়ক ওয়ার্কশপ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে ‘মেথডস অ্যান্ড টেকনিকস অব রিসার্চ’ শীর্ষক গবেষণা বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

আজ রোববার ( ২৮ জুলাই ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শুরু হওয়া দিনব্যাপী ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

ইসলামিক স্টাডিজ বিভাগ ও বাংলাদেশ ইসলামিক ল-রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টার-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত ওয়ার্কশপে সভাপতিত্ব করেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আমিন।

ওয়ার্কশপে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান, প্রক্টর ড. মোস্তফা কামালসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা।

Advertisement

এনএফ/পিআর