দেশজুড়ে

কুষ্টিয়ায় ইয়াবাসহ সরকারি হাসপাতালের চিকিৎসক আটক

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দুই হাজার পিস ইয়াবাসহ সরকারি হাসপাতালের এক চিকিৎসক ও তার দুই সহযোগীকে আটক করেছে পুলিশ। রোববার রাত ৯টার দিকে পৌরসভার জিয়া সড়ক সংলগ্ন মালিথা `স` মিলে এ আটকের এ ঘটনা ঘটে।আটককৃতরা হলেন কুষ্টিয়া বক্ষব্যাধি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আসাদুজ্জামান ফিরোজ (৩৩), দৌলতপুর উপজেলার চককৃষ্ণপুর গ্রামের আব্দুল জান্নাতের ছেলে জয়নাল আবেদীন জয় (৩২) ও মিরপুর পৌরসভা ৪ নং ওয়ার্ডের মৃত আব্দুল জব্বার মালিথার ছেলে মালিথা `স` মিলের মালিক নাহারুল ইসলাম মালিথা (৩৩)।মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী জালাল উদ্দিন জানান, `স` মিলে বসে ডা. ফিরোজসহ তিনজন ইয়াবা সেবন করছিলেন এমন সংবাদের ভিত্তিতে থানার এসআই রাজিব শিকদার ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই হাজার পিস ইয়াবাসহ তাদেরকে আটক করে।কাজী জালাল উদ্দিন আরো জানান, ডা. আসাদুজ্জামান ফিরোজসহ তার সহযোগী জয়নাল আবেদীন জয় ও নাহারুল ইসলাম বিগত তিন বছর ধরে ইয়াবাসহ বিভিন্ন নেশাদ্রব্যে আসক্ত হয়ে পড়ে। গত দুমাস যাবৎ তারা এ `স` মিলের ভিতরে নিয়মিত ইয়াবা সেবন ও বিক্রয় করে আসছিলেন।এসময় তাদের কাছ থেকে ইয়াবাসহ সেবনের আনুষাঙ্গিক জিনিসপত্র উদ্ধার করা হয়। কুষ্টিয়ার (ভেড়ামারা, মিরপুর ও দৌলতপুর) সার্কেল এএসপি মিয়া মহাম্মদ আশিষ বিন হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মিরপুর থানায় মামলার প্রস্তুতি চলছিল।আল-মামুন সাগর/বিএ

Advertisement