জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠানে ভ্যাট সরকারের নীল নকশা

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর সাড়ে সাত শতাংশ যে ভ্যাট আরোপ করা হয়েছে তা সরকারের নীল নকশা ছাড়া কিছু নয়। এর প্রতিবাদে গত তিনমাস ধরে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করেছে। কিন্তু সরকার সেই দাবির প্রতি কর্ণপাত না করে পুলিশ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের দিয়ে আন্দোলন দমন করতে চাইছে। তারপরও আন্দোলন দমন করতে না পেরে সরকারের মন্ত্রীরা, রাজস্ব বোর্ড এবং স্বয়ং প্রধানমন্ত্রীও নানারকম বিভ্রান্তিকর মন্তব্য করছেন। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষে পৃথক পৃথক সংবাদ সম্মেলন থেকে এসব কথা বলা হয়। এসময় তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলনে পূর্ণ সমর্থন জানান। দুপুরে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। এসময় সংগঠনের সভাপতি সৈকত মল্লিক ধর্মঘটের ডাক দিয়ে লিখিত বক্তব্যে বলেন, প্রতিটি বেসরকারী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভ্যাট প্রত্যাহার না করা পর্যন্ত ক্যাম্পাসে লাগাতার অবস্থান র্ধমঘট চলবে।শিক্ষাকে নাগরিকের মৌলিক অধিকার জানিয়ে তিনি বলেন, এনবিআর থেকে শিক্ষার্থীরা নয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভ্যাট পরিশোধ করবে মর্মে চাতুরিপূর্ণ বক্তব্য দেয়া হয়েছে। এতে করে শিক্ষার্থীদের উপর বাড়তি আর্থিক চাপ কমার বিপরীতে টিউশন ফি অস্বাভাবিক ভাবে বেড়ে যাবে। এনবিআরের এ চাতুরীপূর্ণ বক্তব্য আমরা প্রত্যাখ্যান করছি।এরপর একই দাবিতে প্রগতিশীল ছাত্র জোটের সংবাদ সম্মেলনে সংগঠনের সমন্বয় জনার্দন দত্ত নান্টু বলেন, কোন সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজেদের মত করে টিউশন ফি নির্ধারণ করছে। ছাত্ররা বাধ্য হচ্ছে সে ব্যায় বহন করতে। যা ১৯৯২ সালে বেসরকারী বিশ্ববিদ্যালয় খোলার উদ্দেশ্যেগুলোর সম্পূর্ণ বিপরীত। অথচ শিক্ষা মন্ত্রণালয় কিংবা ইউজিসি এ বিষয়ে নির্বিকার। কোন প্রকার নিয়মনীতির তোয়াক্কা না করে সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ করার সরকারি নীতি টিউশন ফি কে আরেক দফা বাড়িয়ে দেয়ার নীল নক্সা ছাড়া আর কিছু নয় বলে তিনি মন্তব্য করেন।বিকেলে একই দাবিতে পৃথক সংবাদ সম্মেলন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অধিকার মঞ্চ। এসময় শিক্ষাকে পণ্যজ্ঞান করা সরকারি নীতি বাংলাদেশ রাষ্ট্রের মৌলিক চেতনার সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে লিখিত বক্তব্যে তারিফ হক বলেন, বৈষম্যমূলক শিক্ষা ভ্যাট পরিহার করতে হবে। বাংলাদেশের আর্থ সামাজিক বাস্তবতার আলোকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি সরকার কর্তৃক নির্ধারণ করতে হবে।এমএইচ/এএইচ/আরআইপি

Advertisement