আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এবার ৭, ৮, ৯ ও ১০ আগস্টের টিকিটের চাহিদা ছিল সবচেয়ে বেশি। টিকিট বিক্রির প্রথম দিনেই শেষ হয়ে গেছে ৮ ও ৯ আগস্টের টিকিট। দ্বিতীয় দিনে টান পড়ে ৭ ও ১০ আগস্টের টিকিটেও। যে কারণে আজ রোববার বাস কাউন্টারগুলোতে ভিড় কম দেখা গেছে।
Advertisement
ঈদুল আজহার আগাম টিকিট বিক্রির তৃতীয় দিনে রোববার (২৮ জুলাই) বাস কাউন্টারগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, এবার টানা ৯ দিনের ছুটি পড়ছে। অধিকাংশ যাত্রীর চাহিদার কারণে ৭, ৮, ৯ ও ১০ আগস্টের টিকিট শেষ হয়ে গেছে। আজ বিক্রি হচ্ছে ৫, ৬ ও ১১ আগস্টের টিকিট।
গাবতলী হানিফ এন্টারপ্রাইজ কাউন্টারে গিয়ে দেখা যায়, ভিড় নেই। কয়েকজন কাউন্টারের সামনে দাঁড়িয়ে টিকিটের খোঁজ করছেন। কাঙ্ক্ষিত দিনের টিকিট না পেয়ে অনেকে ফিরে যাচ্ছেন। কেউ ১১, আবার কেউবা ৬ আগস্টের টিকিট নিয়ে ফিরছেন। চাপ না থাকায় নির্ভার দেখা যায় টিকিট বিক্রেতাদের।
সেখানে কথা হয় নওগাঁর যাত্রী মেহেদি হাসানের সঙ্গে। তিনি বলেন, দরকার ছিল ৭ আগস্টের টিকিট, পাইনি। তবে ৬ আগস্ট রাতের ভালো সিটের টিকিট পেয়েছি। কল্যাণপুরে শ্যামলী ট্রাভেলস কাউন্টারে টিকিটপ্রত্যাশী উজ্জ্বল বলেন, রাজশাহী রুটের টিকিট অনলাইনে না পেয়ে কাউন্টারে এসেছি। এসি টিকিট দরকার। কোথাও পাচ্ছি না। এখানেও নেই।
Advertisement
১০ আগস্ট সকালের ঠাকুরগাঁও রুটের টিকিট কোথাও পাওয়া যাচ্ছে না বলে জানালেন মইদুল হাসান নামে অপর টিকিটপ্রত্যাশী।
শ্যামলীর কল্যাণপুর কাউন্টারের ম্যানেজার আব্দুর রশিদ বলেন, ‘এখন রয়েছে শুধু ৫, ৬ আগস্টের টিকিট। বাকি সব সেল। তবে ১১ তারিখ সকালে ও রাতে কিছু গাড়ি আমাদের স্পেশালি নামানো হবে। ওই সময়ের টিকিট দিতে পারছি।’ হানিফ পরিবহনের জেনারেল ম্যানেজার মোশারফ হোসেন বলেন, প্রতিবারের মতো এবারো নির্দিষ্ট কিছু দিনের ঈদযাত্রার টিকিটে চাহিদা ছিল বেশি। সেসব বিক্রি হয়ে গেছে।
তবে তিনি বলেন, সড়কে অবস্থা যদি ভালো থাকে তাহলে স্পেশাল সার্ভিসের পরিকল্পনা রয়েছে মালিকপক্ষের। তখন কিছু যাত্রীর টিকিটের সুযোগ মিলবে।
খোঁজ নিয়ে জানা গেছে, এবার ঈদুল আজহায়ও দীর্ঘ ছুটি কাটানোর সুযোগ আসছে। একদিন ছুটি ম্যানেজ করতে পারলেই পেয়ে সরকারি চাকরিজীবীরা যাবেন টানা ৯ দিনের ছুটিতে।
Advertisement
এবার কোরবানি ঈদের ছুটির আগে-পরে সাপ্তাহিক ছুটি এবং জাতীয় শোক দিবসের ছুটির মধ্যে একটি কর্মদিবস রয়েছে। এই কর্মদিবসে ছুটি নিতে পারলে টানা ৯ দিনের ছুটি হবে ঈদুল আজহায়।
হিজরি জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়ে থাকে। সরকারি ছুটির তালিকায় বাংলাদেশে আগামী ১২ আগস্ট পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাব্য তারিখ ধরা হয়েছে। এ ছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল আজহা আগামী ১১ আগস্ট হতে পারে বলে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি) ইতোমধ্যে ঘোষণা দিয়েছে।
আইএসি বলছে, মধ্যপ্রাচ্যে আগামী ১ আগস্ট জিলহজের নতুন চাঁদ দেখা যেতে পারে। সে অনুযায়ী, মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ১১ আগস্ট।
সাধারণত মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার, কুয়েত, আমিরাতে পবিত্র ঈদ পালিত হওয়ার পরদিন বাংলাদেশে পালিত হয়। সে অনুযায়ী, বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে ২ আগস্ট এবং ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে ১২ আগস্ট।
বাংলাদেশে ১২ আগস্ট ঈদুল আজহা হলে ছুটি থাকবে ১১, ১২ ও ১৩ আগস্ট অর্থাৎ রবি, সোম ও মঙ্গলবার। এর আগে শুক্র ও শনিবার (৯ ও ১০ আগস্ট) দু’দিন সাপ্তাহিক ছুটি। ঈদের ছুটির পর ১৪ আগস্ট (বুধবার) অফিস খোলা। এর পরের দিন ১৫ আগস্ট (বৃহস্পতিবার) জাতীয় শোক দিবসের ছুটি। শোক দিবসের ছুটির পর ১৬ ও ১৭ (শুক্র ও শনিবার) দু’দিন সাপ্তাহিক ছুটি।
দেখা যাচ্ছে, ৯ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত ৯ দিনের মধ্যে শুধু ১৪ আগস্ট বুধবার অফিস খোলা।
ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার (২৬ জুলাই) সকাল থেকে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলগামী বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে পরিবহন কোম্পানিগুলো। ১২ আগস্ট সম্ভাব্য ঈদ ধরে অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত হয়েছে বলে জানান বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ।
তিনি জাগো নিউজকে বলেন, ‘ঈদুল আজহা উপলক্ষে বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের বৈঠক হয়েছে। বৈঠকে শুক্রবার অর্থাৎ ২৬ জুলাই সকাল থেকে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলগামী বাসের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী টিকিট বিক্রি শুরু হয়েছে।
জেইউ/এসআর/এমএস