তথ্যপ্রযুক্তি

রবি’র নিরাপত্তা সপ্তাহ পালন

নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হলো মোবাইলফোন অপারেটর রবির ‘নিরাপত্তা সপ্তাহ’। ৬ থেকে শুরু হয়ে ১০ সেপ্টম্বর পালিত হয় এ আয়োজন।নিরাপত্তা সপ্তাহের অংশ হিসাবে রবির সকল কর্মীদের প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া সড়ক নিরাপত্তা, ঝুঁকি সনাক্তকরণ, অগ্নি ও স্বাস্থ্য নিরাপত্তা নীতি বিষয়ে সচেতনতা তৈরির জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।সড়ক নিরাপত্তা বিষয়ক সেশনের মাধ্যমে ‘নিরাপত্তা সপ্তাহ’ কর্মসূচি শেষ হয়। সেশনটি পরিচালনা করেন খ্যাতিমান চিত্র নায়ক এবং ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। উল্লেখ্য, রবি আজিয়াটা লিমিটেড মালয়েশিয়ার আজিয়াটা গ্রæপ বারহাদ ও জাপানের এনটিটি ডকোমোর একটি সম্মিলিত উদ্যোগ। রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর যার গ্রাহক সংখ্যা গত জুন পর্যন্ত দুই কোটি ৭৪ লাখ। দেশজুড়ে দুই হাজার চারশ ৫০টির বেশি ৩.৫ জি সাইট এবং ১২ হাজার ছয়শ ৭৯ টি ২.৫ জি বিটিএস নিয়ে দেশের প্রায় ৯৯% জনসংখ্যা রবি নেটওয়ার্কের অন্তর্ভুক্ত। রবি বাজারের সবচেয়ে বিস্তৃত আন্তর্জাতিক রোমিং সেবা প্রদান করছে যা দুইশটি দেশে ছায়শটির বেশি অপারেটরকে সংযুক্ত করেছে।আরএম/এএইচ/আরআইপি

Advertisement