এডিস মশার লার্ভা ধ্বংসে ৬ষ্ঠ দিনের অভিযানে মোট ৭৮ নির্মাণাধীন ভবন পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট।
Advertisement
শনিবার (২৭ জুলাই) অভিযানে বিভিন্ন বাসায় এডিস মশার লার্ভা পাওয়ায় ডিএসসিসির মোবাইল কোর্ট আট ভবন মালিককে দুই লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়।
এর আগে গত ২১ জুলাই ডেঙ্গুমুক্ত শহর গড়তে বাড়ি বাড়ি গিয়ে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের উদ্যোগ নেয় ডিএসসিসি। ১৫ দিনের বিশেষ প্রোগ্রামে ৫৭ ওয়ার্ডের ২৫ হাজার বাসায় পরিচ্ছন্ন ও স্বাস্থ্য টিমের প্রতিনিধিরা পরিদর্শন করবেন।
ডিএসসিসির হটলাইন ০৯৬১১০০০৯৯৯ নম্বর চালু রয়েছে, সেখানে ফোন করলে স্বাস্থ্যকর্মীরা বাসায় গিয়ে সেবা দেবেন। এছাড়া ৬৭ মেডিকেল টিম গঠন করেছে ডিএসসিসি। ডিএসসিসির বিভিন্ন এলাকায় ৪৭৬ শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানে স্বাস্থ্যকর্মীরা অবস্থান করছেন।
Advertisement
অন্যদিকে নগরবাসীকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ সংক্রান্ত পরামর্শ দিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) গুলশানস্থ নগর ভবনে কল সেন্টার চালু করা হয়েছে। কল সেন্টারে (০১৯৩২-৬৬৫৫৪৪) যে কেউ ফোন করে ডেঙ্গু ও চিকুনগুনিয়া সম্পর্কে পরামর্শ নিতে পারবেন। ডিএনসিসির কল সেন্টার ২৪ ঘণ্টা খোলা থাকবে।
এএস/এএইচ/এমএস