এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে উখিং নু নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে অসুস্থ অবস্থায় কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম নেয়ার পথে তিনি মারা যান।
Advertisement
আরও পড়ুন- অতীতের সব রেকর্ড ভাঙল ডেঙ্গু
মৃত উখিং নু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ৪৮তম ব্যাচের (প্রথম বর্ষ) শিক্ষার্থী ও প্রীতিলতা হলের আবাসিক ছাত্রী।
আরও পড়ুন- ডেঙ্গুতে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু
Advertisement
উখিং নুরের বাবা মংবা অং মংবা জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় উখিং নু। জ্বর বাড়লে তাকে বাড়িতে আনা হয়। সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থা খারাপের দিকে গেলে কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রামে নেয়ার জন্য বলেন। চট্টগ্রাম নেয়ার পথে লোহাগাড়ার আমিরাবাদ নামক স্থানে তার মৃত্যু হয়। কক্সবাজার কেন্দ্রীয় শ্মশানে উখিং নুর মরদেহ সৎকার করা হবে বলে জানান তিনি।
আরও পড়ুন-ডেঙ্গুতে আরও এক নারী চিকিৎসকের মৃত্যু
জাবির প্রীতিলতা হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক আয়েশা সিদ্দিকা জানান, জ্বরের কারণে প্রথমে সে বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে ভর্তি হয়েছিল। এরপর সাভারের এনাম মেডিকেল কলেজে দুদিন চিকিৎসা নিয়ে সে বাড়ি চলে যায়। আজ তার মৃত্যুর খবর পাওয়া গেল। বিষয়টি দুঃখজনক।
আরও পড়ুন- ডেঙ্গু কেড়ে নিল রুমানার প্রাণ
Advertisement
এর আগে গতকাল শুক্রবার রাতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২৯তম ব্যাচের শিক্ষার্থী ফিরোজ কবির স্বাধীন মারা যান। তিনি বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র ছিলেন।
আরএআর/এমএস