খেলাধুলা

পরিবর্তন নেই নির্বাচক পদে, থাকছেন নান্নু-বাশার

গুঞ্জন উঠেছিল বিশ্বকাপ ব্যর্থতার দায়ে প্রধান নির্বাচকের পদসহ পুরো নির্বাচক প্যানেলেই রদবদল আনতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিদ্ধান্তটি ঝুলে ছিলো বোর্ডের আনুষ্ঠানিক সভার জন্য।

Advertisement

আজ (শনিবার) হয়ে গেল সে সভা। জানা গেলো, গুঞ্জনটি ছিলো শুধুই গুঞ্জন। নির্বাচক প্যানেলে কোনো পরিবর্তন আনেনি বিসিবি। প্রধান নির্বাচক পদে মিনহাজুল আবেদীন নান্নু ও নির্বাচক কমিটির সদস্য হিসেবে হাবিবুল বাশার সুমনের সঙ্গে চুক্তি নবায়ন করেছে বোর্ড।

নাজমুল হাসান পাপনের সভাপতিত্বে বোর্ডের অন্যান্য পরিচালকদের সঙ্গে নিয়ে প্রায় ঘণ্টাতিনেকের সভা হয়েছে বিসিবি কার্যালয়ে। সভাশেষে সংবাদমাধ্যমে এ খবর জানিয়েছেন বোর্ড সভাপতি পাপন নিজেই।

নির্বাচকদের বিষয়ে পাপন বলেন, 'বর্তমান প্যানেলের ওরা তো ভালোই করছে। পরিবর্তনের তো কারণ নেই। তাদের সঙ্গেই চুক্তি নবায়ন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।' 

Advertisement

এআরবি/এসএএস/এমকেএইচ