দেশজুড়ে

ঢাকা-চট্টগ্রাম আপ লাইনে ট্রেন চলাচল শুরু

ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর রেলওয়ে স্টেশনের আউটারে মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে টানা সাত ঘণ্টা বন্ধ থাকার পর আপ লাইনে (ঊর্ধ্বমুখী) ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রোববার সন্ধ্যা ৬টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে ডাউন লাইনে (নিম্নগামী) ট্রেন চলাচল এ রিপোর্ট লেখা পর্যন্ত চালু হয়নি।ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার মো. মহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সন্ধ্যা ৬টার দিকে দুর্ঘটনা কবলিত ট্রেনের ইঞ্জিনটি উদ্ধার করে অন্যত্র সরিয়ে নেয়ার পর আপ লাইনে (ঊর্ধ্বমুখী) ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। তবে ডাউন লাইনে (নিম্নগামী) কাজ চলাচল কারণে এখনো ট্রেন চলাচল বন্ধ রয়েছে।এর আগে বেলা পৌনে ১১টায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন তালশহর রেলওয়ে স্টেশনের আউটারে আসামাত্র ট্রেনের ইঞ্জিন বিকট শব্দে লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকেই ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে আখাউড়া লোকোসেড থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথে চলাচলকারী আন্তঃনগর সুবর্ণ, মহানগর, কালনী, উপকূল, চট্টলা এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়ে।আজিজুল আলম সঞ্চয়/এআরএ/আরআইপি

Advertisement