বিমান বাংলাদেশ এয়াররাইন্স ও সৌদিয়ায় চড়ে এ পর্যন্ত ৮৪ হাজার একশ ৪৫ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন দুই হাজার তিনশ ৯০ জন। বাকি ৮১ হাজার সাতশ ৫৫ জন গেছেন বেসরকারি ব্যবস্থাপনায়।হজ অফিস সূত্র জানিয়েছে, এ পর্যন্ত সৌদির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফ্লাইটের সংখ্যা দুইশ ২৪ টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত একশ ২০ টি এবং সৌদি এয়ারলাইন্স পরিচালিত একশ চারটি।মক্কাস্থ ধর্ম মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হতে এ পর্যন্ত সেবা প্রদান করা হয়েছে ২০ হাজার ৫৯ হজযাত্রীকে। জানা গেছে, চাঁদ দেখা সাপেক্ষে ২০১৫ সনের হজ অনুষ্ঠিত হতে পারে ২২ সেপ্টেম্বর।ধর্মবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হজযাত্রীদের প্রথম সম্ভাব্য ফিরতি ফ্লাইট ২৮ সেপ্টেম্বর। পর্যায়ক্রমে ২৮ অক্টোবর তা শেষ হবে।আরএম/এএইচ/আরআইপি
Advertisement