প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা বৃদ্ধির যে তথ্য প্রকাশ হয়েছে তা হাস্যকর বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
Advertisement
তিনি বলেন, জনপ্রিয়তা না থাকার কারণেই ক্ষমতা ধরে রাখতে ভোট ডাকাতি করছে সরকার। তাই প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে বলে তথাকথিত সংস্থায় যে তথ্য প্রকাশ করা হয়েছে তা হাস্যকর।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ আলোচনা সভার আয়োজন করা হয়। জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি এ আলোচনা সভার আয়োজন করে।
Advertisement
মোশাররফ বলেন, কয়েকদিন আগে ভাড়া করা একটি বিদেশি সংস্থা দিয়ে বলানো হয়েছে যে শেখ হাসিনার নাকি বাংলাদেশে এখন সবচেয়ে জনপ্রিয়তা। আগেও তাহলে জনপ্রিয় ছিলেন এত জনপ্রিয়তা থাকলে জনগণকে কেন ভোট দেয়ার সুযোগ দিলেন না। জনগণইতো ভোট দিয়ে ক্ষমতায় আনত। আসলে জনগণকে ভোট দিতে দেবে না কেন, কারণ তারা নিজেরা জানে তারা কত অপ্রিয়। তারা ভালো করে জানে যদি জনগণ ভোট দিতে পারত তাহলে আওয়ামী লীগের কী অবস্থা হতো। সে জন্য লাজলজ্জা সব ছেড়ে দিয়ে জনগণের সামনে আগের রাতে তারা ভোট ডাকাতি করেছে। জনগণের অধিকার ডাকাতি করেছে।
বর্তমানে যেকোনো ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে সরকারের পক্ষ থেকে গুজব বলা হয় উল্লেখ করে মোশাররফ বলেন, এ বিষয়ে আমার কতগুলো প্রশ্ন হলো- গতকাল এক মন্ত্রী বলেছেন যত গুজব রটনা করা হচ্ছে সব বিএনপি করছে, কারণ দেশে তারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করকে চায়। আমি জিজ্ঞাসা করতে চাই, কিছু আগে আমেরিকার প্রেসিডেন্টের কাছে যে প্রিয়া সাহা মিথ্যা অভিযোগ করলেন, তিনি কে? এটা কি মিথ্যা কথা। এটা কি কেউ বলতে পারবেন যে প্রিয়া সাহা এটা ট্রামকে বলে নাই। এটা কে প্রচার করছে? ট্রাম্পের সাথে বাংলাদেশের হিন্দু মহিলার সাক্ষাৎ হয়েছে এটা কি গুজব। প্রিয়া সাহা কীভাবে গেলেন, তিনি যে সম্মেলনে যোগ দিতে গেছেন তার লিডার হলেন পররাষ্ট্রমন্ত্রী। এটা কি গুজব? এই কথা বলার সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রিয়া সাহা মিথ্যাচার করেছেন।
প্রিয়া সাহার বক্তব্যের পেছনে গভীর ষড়যন্ত্র আছে দাবি করে তিনি বলেন, এই ষড়যন্ত্রের পেছনে সরকারেরও হাত থাকতে পারে। কেননা প্রিয়া সাহা যে কথা বলেছিলেন, তিনি নিজে আবার লাইভে এসে ব্যাখ্যা দেয়ার সময় প্রধানমন্ত্রীর নাম বলেছেন। প্রিয়া সাহা বলেছেন, আমাদের প্রধানমন্ত্রীই এই বক্তব্য এত বছর আগে দিয়েছেন। প্রফেসর আবুল বারাকাতের উদ্ধৃতিও দিয়েছেন।
এই বক্তব্য দিয়ে প্রিয়া সাহা অতি সহজে অ্যাসাইলাম পাবে, এটা কি প্রধানমন্ত্রী জানেন না? তিনি বললেন, সে দেশে আসুক তারপর জিজ্ঞাসাবাদ করে মামলা করা হবে।
Advertisement
শেয়ার মার্কেট থেকে ২৭ হাজার কোটি টাকা উধাও হয়ে গেছে, পত্র-পত্রিকায় এসেছে। এটা যখন লিখবেন বলবেন, বলবে এটা বিএনপি গুজব ছড়াচ্ছে। ডেঙ্গু যখন শুরু হলো তখন পত্র-পত্রিকায় লেখা শুরু হলো, তখন স্বাস্থ্যমন্ত্রী-মেয়র সাহেবরা বললেন এসব কিছু না, সামান্য এগুলো অতিরঞ্জিত করে বলা হচ্ছে। কিন্তু প্রথম থেকে যদি এটা গ্রহণ করে প্রতিরোধের ব্যবস্থা করত, তাহলে এ রকম মহামারি আকার ধারণ করত না।
বাংলাদেশ একটি ভূ-রাজনৈতিক স্পর্শকাতর এলাকায় অবস্থিত উল্লেখ করে তিনি বলেন, এই বাংলাদেশের প্রতি অনেক দেশের নজর-কুনজর বা সুনজর আছে। অতঃএব শুধু আমরাই কিন্তু এখানে রাজনীতির খেলোয়াড় নই। এখানে কিন্তু অনেক দেশ জড়িত। অতঃএব এই ধরনের যে ঘটনা ঘটছে এটা কিসের আলামত, ভালো করে বোঝা যাচ্ছে না তবে ষড়যন্ত্র যে হচ্ছে সেটা দেশ এবং জাতির বিরুদ্ধে হচ্ছে। আর এই ষড়যন্ত্রের পথ সৃষ্টি করে দিয়েছেন আজকের এই অস্বাভাবিক সরকার। যেহেতু তারা বুঝতে পেরেছে এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, এই সরকারের বিরুদ্ধে যা ইচ্ছা তাই করতে পারবে, সে জন্য আজ নানা ষড়যন্ত্র।
জিয়া পরিষদের সভাপতি কবির মুরাদের সভাপতিত্বে আলোচনাসভায় আরও বক্তব্য দেন- জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. আব্দুল কুদ্দুস, জিয়া পরিষদের মহাসচিব প্রফেসর ড. মো. এমতাজ হোসেন, যুগ্ম মহাসচিব অধ্যাপক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম, কল্যাণ পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান শাহিদুর রহমান তামান্না, বিএনপি নেতা শাহজাহান মিয়া সম্রাট প্রমুখ।
কেএইচ/বিএ/এমকেএইচ