ক্যাম্পাস

৩৫ আন্দোলনকারীদের নতুন কর্মসূচি

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলনরত বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ এবার নতুন কর্মসূচি ঘোষণা করেছে। দাবি আদায়ে ঢাকায় মহাসমাবেশ ও বিভাগীয় শহরগুলোতে মানববন্ধন করবেন তারা।

Advertisement

শনিবার (২৭ জাতীয়) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ নতুন কর্মসূচি ঘোষণা করেন পরিষদের মুখপাত্র ইমতিয়াজ হোসেন। সংবাদ সম্মেলনে সাধারণ ছাত্র পরিষদের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

ইমতিয়াজ জানান, ৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মহাসমাবেশ করবে সংগঠনের নেতাকর্মীরা। এর আগে ৩১ আগস্ট একই স্থানে অবস্থান কর্মসূচি এবং সমাবেশ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ, কেন্দ্রীয় কমিটি ঢাকা বিভাগীয় কমিটির ৩৫ প্রত্যাশীদের সাথে নিয়ে আগামী ৩১ আগস্ট সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে। একই স্থানে ৭ সেপ্টেম্বর সকাল ১০টায় সারাদেশের ৩৫ প্রত্যাশীদের সাথে নিয়ে একটি মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

Advertisement

এছাড়া অপর সাতটি বিভাগীয় কমিটিগুলোকে তাদের নিজ নিজ শহরে শান্তিপূর্ণ মানববন্ধন পালন করার জন্য ইতোমধ্যেই কেন্দ্রীয় কমিটি নির্দেশ দিয়েছে বলেও জানান তিনি।

বিভাগ ও বিভাগীয় শহরে যে স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হবে সেগুলো হলো- ১. খুলনা শিববাড়ী মোড়, খুলনা ২. বরিশাল টাউন হল সংলগ্ন, বারিশাল ৩. চট্টগ্রাম বিইসি মোড় (সাবেক লালদিঘি মোড়), চট্টগ্রাম ৪. রাজশাহী সাহেব বাজার মোড়, রাজশাহী ৫. সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার, সিলেট ৬. রংপুর টাউন হল/প্রেসক্লাব, রংপুর ৭. ময়মনসিংহ শহরের শাপলা চত্বর, ময়মনসিংহ।

মানববন্ধনের তারিখগুলো পরে জানিয়ে দেওয়া হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

এমএইচ/আরএস/জেআইএম

Advertisement