দেশজুড়ে

ধলেশ্বরীতে নেমে আইডিয়ালের তিন শিক্ষার্থী নিখোঁজ

সাভারে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তিন শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় অসুস্থ অবস্থায় অপর এক শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

আজ (২৭ জুলাই) দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকটাউন ব্রিজ এলাকায় ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখাঁজ হন ওই তিন শিক্ষার্থী।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা-৪ জোনের কমান্ডার আনোয়ারুল হক গোসল করতে নেমে তিন শিক্ষার্থী নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ তিনজনই রাজধানীর ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

Advertisement

ঘটনাস্থলে থাকা সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার লিটন আহমেদ জানান, সকালে রাজধানীর ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১২ জন শিক্ষার্থী সাভারের ব্যাংকটাউন এলাকায় ধলেশ্বরী নদীতে নৌভ্রমণে আসেন। দুপুর ১২টার দিকে ব্যাংকটাউন ব্রিজের পাশে গোসল করতে নেমে তিন শিক্ষার্থী নিখোঁজ হন। এ সময় আরও এক শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে ডুবুরি দলকে জানানো হয়েছে।

আল-মামুন/এমএমজেড/জেআইএম