রাজনীতি

ব্যর্থতা আড়াল করতেই মন্ত্রী-মেয়রদের অতিকথন : মোস্তফা ভুইয়া

গণপিটুনিতে হত্যাকাণ্ড ও ডেঙ্গু মোকাবিলার ব্যর্থতা আড়াল করতেই মন্ত্রী-মেয়ররা অতিকথন বলছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া। তিনি বলেন, এ সকল দায়িত্ব জ্ঞানহীন ব্যক্তিরা গুরুত্বপূর্ণ চেয়ারে থাকলে সরকারের পতন হতে বিরোধীদলের কোনো আন্দোলনের প্রয়োজন হবে না।

Advertisement

শনিবার (২৭ জুলাই) নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে ন্যাপের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রশ্ন রেখে মোস্তফা ভুইয়া বলেন, ছেলেধরা গুজব ছড়িয়ে মানুষ হত্যাকাণ্ডের পেছনে আইনমন্ত্রী বিএনপি-জামায়াতের সম্পৃক্ততার অভিযোগ তুলে আসলে তার যোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করেছেন নাকি দায় এড়াতে চেয়েছেন? অন্যদিকে ডেঙ্গু বিস্তারে এডিস মশার বিস্তারে স্বাস্থ্যমন্ত্রীর ‘রোহিঙ্গাদের মতোই এডিস মশার প্রজনন ক্ষমতা’র তথ্য এবং মেয়র সাহেবের গণপিটুনির গুজবের সাথে ডেঙ্গু আক্রান্তকে এক করে দেখা কিসের লক্ষণ?

তিনি বলেন, ছেলেধরা গুজবের পেছনে বিএনপি-জামায়াত আর ডেঙ্গু রোগের পেছনে এডিস মশা কাম রোহিঙ্গা। সরকারের কোনো কিছুতেই দায় নেই -এমন প্রমাণে মন্ত্রী-মেয়ররা ভালো যুক্তি উপস্থাপন করেছেন। সরকার এখন বাধাহীন বলে সকলেই অনুধাবন করেন। মাঠে তার কোনো প্রতিপক্ষ নেই বললেই চলে। তারপরও দেশে গণধর্ষণ, গণপিটুনি, হত্যা, ডেঙ্গু আতঙ্কে মানুষ দিশেহারা।

Advertisement

মোস্তফা ভুইয়া বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ যখন কোনঠাঁসা তখন ক্ষমতাসীনরা নিজেরা নিজেরা খেলাধুলা শুরু করেছে। নিজেদের অযোগ্যতা আর ব্যর্থতা আড়াল করতে তারা অনেকটা কবরে থাকা শত্রুদেরও কাঁধে দোষ চাপিয়ে দায়মুক্ত হতে চাইছে। তাদের কর্মকাণ্ড অনেকটা ছায়ার সাথে যুদ্ধ ছাড়া আর কিছুই নয়।

ন্যাপ মহাসচিব আরও বলেন, হাসপাতালগুলোতে কর্তৃপক্ষ ডেঙ্গুতে আক্রান্তদের জায়গা দিতে পারছে না। এমন এক ভয়াবহ অবস্থায় স্বাস্থ্যমন্ত্রী ও মেয়রের বিদ্রুপাত্মক ও দায়িত্ব জ্ঞানহীন মন্তব্যে তাদের দায়িত্বহীনতাই নগ্নভাবে প্রকাশিত হয়েছে। তাদের এ ধরনের আচরণ ক্ষমার অযোগ্য। এ ধরনের অবার্চিন মন্তব্যের জন্য অবিলম্বে জাতির কাছে ক্ষমা চেয়ে পদ থেকে পদত্যাগ করা উচিত।

ন্যাপ ঢাকা মহানগর সভাপতি মো. শহীদুন নবী ডাবলুর সভাপতিত্বে আলোচনা সভায় এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, ন্যাপ ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, যুগ্ম মহাসচিব মো. আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, মহানগর সাধারণ সম্পাদক অধ্যক্ষ নজরুল ইসলাম, মহিলা সম্পাদিকা সাদিয়া ইসলাম ঈমন, যুব ন্যাপ সমন্বয়কারী বাহাদুর শামিম আহমেদ পিন্টু প্রমুখ অংশগ্রহণ করেন।

কেএইচ/আরএস/জেআইএম

Advertisement