দেশজুড়ে

আটক যুবলীগের ২৬ কর্মীর জামিন নামঞ্জুর

ফেনীতে বিপুল পরিমাণ অস্ত্রসহ র‌্যাবের হাতে আটক যুবলীগের ২৬ কর্মীর জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করেছে আদালত। রোববার বেলা ১১টায় ফেনীর সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এ আদেশ দেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অস্ত্রসহ আটক যুবলীগের ২৬ নেতাকর্মীকে আদালতে আনা হয়। আদালতে সিআইডি কর্মকর্তা তাদের রিমান্ড আবেদন করেন। অপরদিকে বিবাদীপক্ষের আইনজীবী তাদের জামিন প্রার্থনা করলে আদালত রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়। মামলার নথিপত্র উচ্চ আদালতে থাকায় ৮ অক্টোবর মামলার শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করেন।আসামিপক্ষের আইনজীবী গাজী তারেক আজিজ বলেন, বিজ্ঞ আদালত মামলার পরবর্তী ধার্য তারিখ ৮ সেপ্টেম্বর নির্ধারণ করে দিনান্তরের আদেশ দেন।প্রসঙ্গত, গত ৬ জুন রাতে ফেনীর লালপোল এলাকায় গাড়িবহর তল্লাসি করে পাঁচটি শর্টগান, পাঁচটি পিস্তল, ১৬টি রামদাসহ যুবলীগের ২৬ নেতাকর্মীকে আটক করে র্যাব। আটকরা হলেন, মো. আরাফাত হোসেন আসিফ, মো. নোমান, মো. হাসান, মো. শাহাদাত হোসেন, মো. কপিল উদ্দিন, মো. জেমী, মো. রবিউল ইসলাম, মো. ফারুক হোসেন, মো. সালেহ আহম্মদ, মো. শফিকুল ইসলাম, মো. ফরিদ উদ্দিন, মো. ওমর ফারুক, মো. ইমরান হোসেন, মো. একরামুল হক, আবু বক্কর সিদ্দিক, জামাল উদ্দিন, মো. শাহাদাত হোসেন, মো. এনামুল করিম রাজিব, আশরাফুল ইসলাম, মো. ইউসুফ ডলার, মো. মঈনুদ্দীন, মো. আবুল কাশেম, মো. আবদুর রহমান রিন্টু, মো. সরোয়ার হোসেন, চালক মো. রবিউল হক লিটন ও মো. আবু তাহের।জহিরুল হক মিলু/এআরএ/আরআইপি

Advertisement