দেশজুড়ে

সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামে সাপের কামড়ে গৃহবধূ আমেনা বেগমের (৫০) মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। আমেনা বেগম ওই গ্রামের আব্দুল মতিনের স্ত্রী। আমেনার ভাই কামরুল ইসলাম রেজভী জানান, কালিকাপুর গ্রামে থেকে মেয়ের বাড়িতে যাওয়ার পথে বিষাক্ত সাপে কামড় দিলে জ্ঞান হারিয়ে ফেলেন আমেনা বেগম। দ্রুত তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এরপর মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়।সাইফ আমীন/এআরএ/পিআর

Advertisement