অর্থনীতি

​ব্যাংক এশিয়ার ১০১তম শাখা কুমিল্লার নাঙ্গলকোটে

কুমিল্লার নাঙ্গলকোটে ব্যাংক এশিয়ার ১০১তম শাখা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। রোববার  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শাখার উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী ও কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আ হ ম মোস্তফা কামাল।ব্যাংক এশিয়ার বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন এবং নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান মো. সামছুউদ্দিন কালু অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।এ সময় অন্যদের মধ্যে ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. মেহমুদ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় মিসেস হুমায়রা আজম এবং মোহাম্মদ জহিরুল আলম উপস্থিত ছিলেন।অন-লাইন ব্যাংকিং ও এটিএমসহ সকল আধুনিক ব্যাংকিং সুবিধা সম্বলিত ব্যাংকের নাঙ্গলকোট শাখাটি অত্র এলাকার ব্যবসায়ী ও অন্যান্য গ্রাহকদের ব্যাংকিং চাহিদা পূরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।এসএ/একে/পিআর

Advertisement